Buddha Purnima: জীবনের সব বাধা কাটবে, অর্থাভাব দূর হবে, বুদ্ধ পূর্ণমার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই ৫টি জিনিস দান করুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বুদ্ধ পূর্ণিমাতে এই জিনিসগুলি দান করলে শুভ ফল পাওয়া যাবে, পিতৃপুরুষরাও আশীর্বাদ দেবেন
advertisement
1/5

বুদ্ধ পূর্ণিমার দিনে, ভগবান বুদ্ধ বোধগয়ায় জ্ঞানলাভ করেছিলেন৷ তাই বুদ্ধ পূর্ণিমার দিনে, সারা বিশ্ব থেকে বৌদ্ধ ধর্মের অনুসারী লোকেরা বোধগয়ায় পৌঁছে বোধিবৃক্ষের পুজো করে।
advertisement
2/5
এই পূর্ণিমার দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু জিনিস উৎসর্গ করলে অপার আশীর্বাদ পাওয়া যায়। পূর্বপুরুষরা খুশি হয়ে আশীর্বাদ দেন বলে বিশ্বাস। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করে অভাবীদের দান করুন।
advertisement
3/5
বুদ্ধ পূর্ণিমায় একটি পাখা, একটি মাটির পাত্র ভর্তি জল, হলুদ কাপড়, চপ্পল, ছাতা, শস্য, ফল দান করা খুবই উপকারী। এছাড়াও দেব-দেবীর আশীর্বাদ রয়েছে।
advertisement
4/5
বুদ্ধ পূর্ণিমার দিনে স্নান ও দান করার পাশাপাশি ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং তুলসীজিরও পুজা করুন। এছাড়াও ভগবান বুদ্ধের উপাসনা করুন। ভগবানকে খাবার অর্পণ করুন।
advertisement
5/5
বৈশাখ পূর্ণিমার দিনে গঙ্গা নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি তা সম্ভব না হয় তবে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ আসবে। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Buddha Purnima: জীবনের সব বাধা কাটবে, অর্থাভাব দূর হবে, বুদ্ধ পূর্ণমার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে এই ৫টি জিনিস দান করুন