Astrology: জন্মাষ্টমীতে ঘরে আনুন ছোট্ট 'এই' জিনিস, শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে সারা জীবন
- Published by:Shubhagata Dey
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Astrology: কিছু জিনিস কিনে বাড়িতে রাখলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগাল জানান, জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপালের পুজো করা হয়।
advertisement
1/8

*হিন্দু ধর্মবিশ্বাসীদের কাছে জন্মাষ্টমী খুবই তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয় এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ।
advertisement
2/8
*ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন, মথুরায়, কংসের কারাগারে। তারপর তাঁকে বৃন্দাবনে রেখে আসেন স্বয়ং বসুদেব। এবার জন্মাষ্টমী পালিত হবে ৬ ও ৭ সেপ্টেম্বর।
advertisement
3/8
*দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রোহিণী নক্ষত্র, বুধবার ও ভাদ্রমাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এই বছরও সেই একই যোগ তৈরি হচ্ছে। বৈষ্ণব ও স্মার্ত সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন দিনে জন্মাষ্টমী উৎসব পালন করেন।
advertisement
4/8
*তিনি জানান, স্মার্ত সম্প্রদায়ের লোকেরা ৬ সেপ্টেম্বর উপবাস পালন করে ও রাতে জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করবেন। পরদিন ৭ সেপ্টেম্বর ব্রজবাসী জন্মাষ্টমী উদযাপন করবে। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষও ওই দিনেই পালন করবেন কৃষ্ণ-জন্মোৎসব।
advertisement
5/8
*জ্যোতিষাচার্যের মতে, যেসমস্ত সাধক একটি বিশেষ সম্প্রদায়ের আচার্যের কাছ থেকে গুরুদীক্ষা গ্রহণ করে মালা, তিলকের শাসন মেনে চলেছেন, তাদেরকে বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত বলে গণ্য করা হয়। যাঁরা গৃহস্থ, সংসার জীবন যাপন করেন, সকল দেবতার পূজা করেন, তাঁদের স্মার্ত বলা হয়।
advertisement
6/8
*স্মার্ত সম্প্রদায় উদয় তিথিকে গুরুত্ব দেয় না। বৈষ্ণব সম্প্রদায় শুধুমাত্র উদয়কালকে বিশ্বাস করে। তাই স্মার্ত সম্প্রদায়ের মানুষেরা ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী এবং বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা ৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী উৎসব পালন করবেন।
advertisement
7/8
*ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮.১২ মিনিট থেকে। অষ্টমী তিথি শেষ হবে পরের দিন ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১২ মিনিটে।
advertisement
8/8
*বাল গোপালের জন্মবার্ষিকী মধ্যরাতে পালিত হয়, তাই জন্মাষ্টমী উপবাস শুধুমাত্র ৬ সেপ্টেম্বর পালন করা হবে। পুজোর শুভ সময় ৬ সেপ্টেম্বর রাত ১২টা ০৪ মিনিট থেকে ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ ৭ সেপ্টেম্বর কৃষ্ণ জন্মোৎসব পালন করবেন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: জন্মাষ্টমীতে ঘরে আনুন ছোট্ট 'এই' জিনিস, শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকবে সারা জীবন