Bipattarini Puja Offerings: আজ দেবী বিপত্তারিণীর পুজোয় কোন ১৩ টি ফুল নিবেদন করবেন? ডালিতে অবশ্যই রাখুন এই লাল ফুল
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bipattarini Puja Offerings: মা বিপত্তারিণীর পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করা হয়৷ মা দুর্গার প্রিয় ফুল বা মা দুর্গার পুজোয় নিবেদিত ফুল দেওয়া হয় দেবী বিপত্তারিণীকেও৷
advertisement
1/9

আষাঢ়মাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রথযাত্রা৷ সোজা রথ এবং উল্টোরথের মাঝে মঙ্গল ও শনিবার পালিত হয় বিপত্তারিণীদেবীর পুজো৷
advertisement
2/9
অনেকেই বছরভর মঙ্গল ও শনিবার মা বিপত্তারিণীর পুজো করেন৷ তবে বাৎসরিক উদযাপন হয় আষাঢ়ে রথযাত্রার সময়েই৷
advertisement
3/9
এ বছর, মঙ্গলবার ৯ জুলাই এবং ১৩ জুলাই, শনিবার পালিত হবে বিপত্তারিণীদেবীর পুজো৷ তাঁর পুজোয় কী কী ফুল ও ফল নিবেদন করবেন, জেনে নিন৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
advertisement
4/9
মা বিপত্তারিণীর পুজোয় সব উপকরণ ১৩ টি করে নিবেদন করা হয়৷ মা দুর্গার প্রিয় ফুল বা মা দুর্গার পুজোয় নিবেদিত ফুল দেওয়া হয় দেবী বিপত্তারিণীকেও৷
advertisement
5/9
মা বিপত্তারিণীপ পুজোয় প্রধান ফুল জবা৷ নিবেদন করুন রক্তজবা৷ দিতে পারেন অন্যান্য রঙের জবাফুলও৷
advertisement
6/9
পদ্মফুল অবশ্যই নিবেদন করুন দেবী বিপত্তারিণীর পুজোয়৷
advertisement
7/9
নীল অপরাজিতাও উৎসর্গ করতে পারেন তাঁর আরাধনায়৷
advertisement
8/9
এছাড়াও গাঁদাফুল, দোপাটি, কাঠমালতী, কাঠগোলাপ, আকন্দ, বেল, জুঁই, নয়নতারা, চাঁপাফুলে সাজিয়ে তুলুন পুজোর ডালি৷
advertisement
9/9
যদি সম্ভব হয়, তাঁকে নিবেদন করতে পারেন পলাশ ও শিউলিফুলও৷ সব মিলিয়ে মোট ১৩ টি ফুল রাখুন মা বিপত্তারিণীর পুজোয়৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bipattarini Puja Offerings: আজ দেবী বিপত্তারিণীর পুজোয় কোন ১৩ টি ফুল নিবেদন করবেন? ডালিতে অবশ্যই রাখুন এই লাল ফুল