TRENDING:

Bipattarini Vrat & Puja 2025: রাত পোহালেই বিপত্তারিণী পুজো! ভুলেও করবেন না এই ৪ কাজ! সংসারে নেমে আসবে অভাব ও অশান্তির কালো ছায়া

Last Updated:
Bipattarini Vrat & Puja 2025:স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলকামনায় দেবীর পুজোপাঠ ও ব্রতপালন করেন গৃহিণীরা৷ এই পুজোয় পালনীয় কিছু নিয়ম ও আচার আচরণবিধি আছে৷ সেগুলি পালন না করলে সংসারে ঘোর অনিষ্ঠ হয়৷
advertisement
1/5
রাত পোহালেই বিপত্তারিণী পুজো! ভুলেও করবেন না এই ৪ কাজ! সংসারে নেমে আসবে অভাব ও অশান্তি
আষাঢ় মাসে সোজা রথ এবং উল্টো রথের মাঝে মঙ্গল ও শনিবার পালিত বিপত্তারিণী ব্রত৷ সেদিক দিয়ে এ বছরের বিপতারিণী ব্রত, আগামিকাল, শনিবার৷
advertisement
2/5
স্বামী, সন্তান ও সংসারের মঙ্গলকামনায় দেবীর পুজোপাঠ ও ব্রতপালন করেন গৃহিণীরা৷ এই পুজোয় পালনীয় কিছু নিয়ম ও আচার আচরণবিধি আছে৷ সেগুলি পালন না করলে সংসারে ঘোর অনিষ্ঠ হয়৷ বলছেন জ্যোতিষ বিশারদ চক্রপাণি ভাট৷
advertisement
3/5
বিপত্তারিণী পুজোর দিন এবং আগের দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না৷ ব্রতপালনের দিন ব্রতীরা চালজাতীয় খাবার গ্রহণ করবেন না৷ বাড়িতে বা মন্দিরে দু’ জায়গাতেই এই ব্রতপালন করা যায়৷
advertisement
4/5
বিপত্তারিণী পুজোর সময় কথা বলবেন না৷ এতে পুজোর নিষ্ঠা এবং একাগ্রতায় বিঘ্ন ঘটে৷ ফলে দেবী রুষ্ট হন৷
advertisement
5/5
এই পুজোর দিন বাড়ি থেকে কাউকে চিনি ধার দেবেন না৷ এতে সংসারে অশান্তি প্রবেশ করে৷ এই তিথিতে কাউকে ধার দেবেন না৷ কারওর কাছ থেকে ধার নেবেন না৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bipattarini Vrat & Puja 2025: রাত পোহালেই বিপত্তারিণী পুজো! ভুলেও করবেন না এই ৪ কাজ! সংসারে নেমে আসবে অভাব ও অশান্তির কালো ছায়া
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল