Bijaya Dashami Luck: দশমীর শেষে সহজ ৫টি 'পদক্ষেপ' আপনার ভাগ্যের ব্যাপক উন্নতি ঘটাবে! জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে নিশ্চিত
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
এতে ধন দৌলত বৃদ্ধি হয় ও জীবনে সাফল্য লাভ করা যায়, বলছেন জ্যোতিষবিদ বিপুল দাস।
advertisement
1/5

দশমী শেষে ভরা কৌটো থেকে কিছুটা সিঁদুর মায়ের পায়ে দিয়ে বাকিটা মায়ের চরণে ছুঁইয়ে ফেরত নিয়ে আসতে হবে। সেই সিঁদুর সারা বছর বাড়ির সকলে শুভকাজে যাওয়ার সময় বা যে কোনও সময় স্নান সেরে ব্যবহার করতে হবে।
advertisement
2/5
বিজয়া দশমীর দিনে মেয়েদের উদ্দেশ্যে কোনও কিছু দান করলে দুর্গা মায়ের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে ধন দৌলত বৃদ্ধি হয় ও জীবনে সাফল্য লাভ করা যায়, বলছেন জ্যোতিষবিদ বিপুল দাস ।
advertisement
3/5
চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য বিজয়া দশমীতে একটি হলুদ কাপড়ে নারকেল বেঁধে সঙ্গে এক জোড়া উপনয়ন রাম মন্দিরে রেখে আসতে হবে। এই উপায় করলে উন্নতির শুভ সংযোগ তৈরি হয়।
advertisement
4/5
দশমীর পুজো হওয়ার পর মায়ের ঘটের কাছ থেকে একটি পদ্মফুল নিয়ে হলুদ কাপড়ে মুড়ে নিতে হবে। এবার এটি বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে ঝুলিয়ে রাখলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়।
advertisement
5/5
বিজয়া দশমীর দিন সকালে রাম মন্দিরে যগিয়ে সেখানে একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। পাশাপাশি এই দশমীর দিনে বেসনের লাড্ডু কালো কুকুরকে খাওয়ালে আর্থিক দিক থেকে উন্নতি ঘটে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bijaya Dashami Luck: দশমীর শেষে সহজ ৫টি 'পদক্ষেপ' আপনার ভাগ্যের ব্যাপক উন্নতি ঘটাবে! জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ হবে নিশ্চিত