Bhut Chaturdashi 14 Pradeep Rituals: রাত পোহালেই ভূত বা নরক চতুর্দশী! কত ক্ষণ থাকবে এই তিথি? কোথায় কোথায় ১৪ প্রদীপ দিলে অভাব উবে গিয়ে আসে অর্থের বন্যা এবং সুখশান্তির ঢেউ? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Bhut Chaturdashi 14 Pradeep Rituals: এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
advertisement
1/9

দীপাবলি উৎসবের অন্যতম অংশ হল ভূত চতুর্দশী৷ সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পার্বণ পালিত হয়৷ এ বছর ভূত চতুর্দশী পালিত হবে ১৯ অক্টোবর, রবিবার৷
advertisement
2/9
এই তিথির সময়কাল কখন? কোথায় কীভাবে ১৪ বাতি প্রজ্বলন করবেন? জানুন৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷ মনে করা হয় এই রীতি পালন করলে অভাব দুঃখ কষ্ট দূর হয়৷ আসে অর্থবর্ষা ও সুখের জোয়ার৷
advertisement
3/9
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫৩ মিনিটে। থাকবে সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিট পর্যন্ত৷
advertisement
4/9
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী ভূত চতুর্দশী তিথি শুরু হবে রবিবার দুপুর ১টা ৫২ মিনিট ৪০ সেকেন্ডে। থাকবে সোমবার দুপুর ২টো ৫৫ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।
advertisement
5/9
এই বিশেষ তিথিতে ১৪ বাতি প্রজ্বলন এবং ১৪ শাক খাওয়ার রীতি প্রচলিত৷ তবে বিশেষ জায়গায় প্রদীপ প্রজ্বলন করা হয়৷ তবেই লাভ করা যায় পুণ্যফল৷
advertisement
6/9
ভূত চতুর্দশী বা নরক চতুর্দশীতে প্রথম প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির ঠাকুরঘরে৷ দ্বিতীয় প্রদীপ রাখুন ঠাকুরের আসনে মা লক্ষ্মীর সামনে৷ তৃতীয় প্রদীপ জ্বেলে দিন তুলসীমঞ্চে৷
advertisement
7/9
বাড়ির মূল প্রবেশদ্বারে দিন চতুর্থ প্রদীপ৷ দক্ষিণ দিকে রাখুন পঞ্চম প্রদীপ৷ অশ্বত্থ গাছের নীচে বসিয়ে দিন ষষ্ঠ প্রদীপ৷ বাড়ির সবথেকে অন্ধকার স্থানে দিন সপ্তম প্রদীপ৷
advertisement
8/9
বাথরুমের সামনে দিন অষ্টম প্রদীপ৷ ছাদে দিন নবম প্রদীপ৷ বাড়ির যে কোনও জানালায় দিন দশম প্রদীপ৷ বারান্দা বা ব্যালকনিতে রাখুন একাদশ প্রদীপ৷
advertisement
9/9
শোওয়ার ঘরের দরজায় দিন দ্বাদশ প্রদীপ৷ রান্নাঘরের দরজায় ত্রয়োদশ এবং জানালায় দিন চতুর্দশ প্রদীপ৷ মনে করা হয় এভাবে বাতি প্রজ্বলন করলে সংসার থেকে কর্পূরের মতো মিলিয়ে যায় টাকার অভাব৷ আসে অর্থের বন্যা এবং সুখশান্তির ঢেউ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bhut Chaturdashi 14 Pradeep Rituals: রাত পোহালেই ভূত বা নরক চতুর্দশী! কত ক্ষণ থাকবে এই তিথি? কোথায় কোথায় ১৪ প্রদীপ দিলে অভাব উবে গিয়ে আসে অর্থের বন্যা এবং সুখশান্তির ঢেউ? জানুন