Bhai Phota Rituals 2025: ভাইফোঁটার থালায় চন্দন-সহ কী কী রাখার নিয়ম? আসন পাতার সঠিক পদ্ধতি কী...কোনদিকে থাকবে ভাইয়ের মুখ? এই ১০ কার্যকরী টোটকা মানলে হবে মঙ্গল
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bhai Phota Rituals 2025: ২৩ অক্টোবর ভাইফোঁটা। জেনে নিন কোন নিয়মে ফোঁটা দেবেন, কোন আসনে বসবেন, কী মিষ্টি দেবেন, কী এড়াবেন — এই ১০টি নিয়ম পালনেই মিলবে ভাইয়ের আয়ু ও সমৃদ্ধির আশীর্বাদ
advertisement
1/12

২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইদুজ, ভ্রাতৃদ্বিতীয়া, ভাইদ্বিতীয়া প্রভৃতি নামেও ভাই-বোনের বন্ধনের এই উৎসব পরিচিত। এই দিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা দেন এবং তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এরই সঙ্গে চলে উপহার বিনিময় ও খাওয়াদাওয়ার পালা।
advertisement
2/12
তবে ভাইফোঁটা পালনের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মাথায় রাখা জরুরি। এই দিন বিশেষ কয়েকটা নিয়ম পালন করলে ভাইয়ের জীবন সুখশান্তিতে ভরে উঠবে বলে বিশ্বাস করা হয়। দশটি নিয়ম মেনে চলুন এই দিনে।
advertisement
3/12
ভাইয়ের মঙ্গলের জন্য ভাইয়ের কপালে চন্দন, কেশর ও গঙ্গাজল মিশিয়ে মিশ্রণ বানিয়ে ফোঁটা দিতে হবে।
advertisement
4/12
এই দিন ভাই-বোন, উভয়েই নতুন পোশাক পরতে পারলে খুব ভাল হয়।
advertisement
5/12
ভাইফোঁটা দেওয়ার সময় দু’জনের মধ্যে কেউই মাটিতে বসবেন না। ভাইকে কাঠের তৈরি জলচৌকিতে বসতে দিন। সম্ভব না হলে সুতির আসনে বসতে দেবেন।
advertisement
6/12
ভাইকে পাঁচ বা সাত রকম মিষ্টি খেতে দেবেন। ভুলেও তিন রকম মিষ্টি দেবেন না।
advertisement
7/12
সব সময় নীচে বসে ফোঁটা দেওয়ার চেষ্টা করুন। চেয়ারে বসে বা দাঁড়িয়ে ফোঁটা দেবেন না।
advertisement
8/12
ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত দেখে তবেই ফোঁটা দেবেন।
advertisement
9/12
ভাইকে মিষ্টিমুখ করানোর পর ভাইয়ের থেকে উপহার নেবেন। তার আগে নেবেন না।
advertisement
10/12
দইয়ের ফোঁটা দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। চন্দনের সঙ্গে ভাইকে দইয়ের ফোঁটাও দিতে পারেন।
advertisement
11/12
ভাই-বোন একে অপরকে রুপোর কোনও জিনিস উপহার দিতে পারেন।
advertisement
12/12
এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা যে কোনও মন্দিরে গিয়ে ভাইয়ের নামে পুজো দিয়ে আসুন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bhai Phota Rituals 2025: ভাইফোঁটার থালায় চন্দন-সহ কী কী রাখার নিয়ম? আসন পাতার সঠিক পদ্ধতি কী...কোনদিকে থাকবে ভাইয়ের মুখ? এই ১০ কার্যকরী টোটকা মানলে হবে মঙ্গল