Bhaiphonta 2023: ভাইয়ের রাশি মেনে পাতে রাখুন মিষ্টি! আসবে দুর্দান্ত সাফল্য, জানুন জ্যোতিষশাস্ত্রের নিয়ম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
জানেন কি জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতেরা বলছেন, ভাইয়ের রাশি অনুযায়ী ঠিক করা উচিত, মূলত তাঁকে কোন রঙের মিষ্টি দিতে হবে৷ সেই বিধান মানলেই তবে ভাইয়ের জীবনের সমস্ত বিপদ কেটে যায়, সব কাজে সাফল্য আসে৷
advertisement
1/8

ভাইফোঁটা বাঙালিদের কাছে অন্যতম কাছের একটা উৎসব৷ এই একটা দিনে দেশে, বিদেশে, ভিনরাজ্যে থাকা ভাই, দাদা, বোন এবং দিদিরা এক ছাদের নীচে জড়ো হয়৷ নিজের তো বটেই তুতো ভাইবোনেদের নিয়েও মেতে ওঠে একটা বেশ জমজমাট ব্যাপারে৷ এবছর, ভাইফোঁটা ১৫ নভেম্বর৷
advertisement
2/8
ভাইফোঁটার দিন কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া তো হয়ই, তবে তার আগে সকাল সকাল হয়ে যায় জমিয়ে মিষ্টিমুখ৷ যে মিষ্টি কিনতে রীতিমতো লাইন দিতে হয় ভাইফোঁটার আগের দিন৷
advertisement
3/8
তালশাঁস, শাঁখ সন্দেশ, ভাইফোঁটা মিষ্টি, ক্ষীরকদম, মিহিদানা, সীতাভোগ, রসমালাই, রাবড়ি সে হরেক রকম মিষ্টি৷ কোনটা ছেড়ে কোনটা কিনবেন, বাছতে বাছতেই সময় চলে যায়৷ কিন্তু, জানেন কি জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতেরা বলছেন, ভাইয়ের রাশি অনুযায়ী ঠিক করা উচিত, মূলত তাঁকে কোন রঙের মিষ্টি দিতে হবে৷ সেই বিধান মানলেই তবে ভাইয়ের জীবনের সমস্ত বিপদ কেটে যায়, সব কাজে সাফল্য আসে৷
advertisement
4/8
আপনার ভাইয়ের রাশি বৃষ হলে তাঁকে সাদা মিষ্টি খাওয়ান৷ তাঁর রাশি যদি মিথুন হয়, তাহলে তাঁর পাতে মূল মিষ্টি অবশ্যই হতে হবে বেসন দিয়ে তৈরি।
advertisement
5/8
আপনার ভাইয়ের রাশি কর্কট হলে তাঁর পাতে মূল মিষ্টি হওয়া উচিত অবশ্যই রাবড়ি৷ ভাইয়ের রাশি সিংহ হলে তাঁর মূল মিষ্টির রঙ হওয়া উচিত হলুদ৷ যদি আপনার ভাইয়ের রাশি কন্যা হয়, তাহলে তাঁর পাতে মতিচুরের লাড্ডু যেন অবশ্যই থাকে৷
advertisement
6/8
ভাইয়ের রাশি তুলা হলে তাঁর ভাইফোঁটার মিষ্টির পাতে অবশ্যই রাখুন হালুয়া৷ ভাইয়ের রাশি বৃশ্চিক হলে তাঁকে গোলাপি মিষ্টি খাওয়ান৷ ভাই ধনু রাশির জাতক হলে, তাঁর পাতে রাখুন হলুদ রঙের মিষ্টি৷
advertisement
7/8
আপনার ভাইয়ের রাশি যদি মকর হয়, তাহলে তাঁকে বালুশাহী মিষ্টি খাওয়ান। কুম্ভ যদি আপনার ভাইয়ের রাশি হয়, তাহলে তাঁর পাতে কালাকাঁদ অবশ্যই রখুন। ভাইয়ের রাশি মীন হলে তাঁর প্লেটে এমন মিষ্টি অবশ্যই রাখবেন যেখানে দুধ ও জাফরান ব্যবহার করা হয়েছে৷
advertisement
8/8
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bhaiphonta 2023: ভাইয়ের রাশি মেনে পাতে রাখুন মিষ্টি! আসবে দুর্দান্ত সাফল্য, জানুন জ্যোতিষশাস্ত্রের নিয়ম