TRENDING:

Bhai Dooj Timing: ২৩ অক্টোবর ঠিক 'এই' সময়টুকু সবচেয়ে শুভ, আপনার ভাইকে ফোঁটা দিন নির্দিষ্ট সময় মেনে, জানুন সঠিক নির্ঘণ্ট

Last Updated:
Bhai Dooj Timing: কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা উপোস পালন করেন সারাদিন।
advertisement
1/6
২৩ অক্টোবর ঠিক 'এই' সময়টুকু সবচেয়ে শুভ, ভাইকে ফোঁটা দিন নির্দিষ্ট সময় মেনে, জানুন নির্ঘণ্ট
*কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে এই উৎসব পালিত হয়। এমন দিনে ভাইয়ের মঙ্গল কামনায় বোনরা উপোস পালন করেন সারাদিন। গোটা দিন জুড়ে ভাইয়ের জন্য নানা রকমের পদ রান্না করেন তাঁরা।
advertisement
2/6
*এই বিশেষ দিন ভাই বোনের অবিচ্ছেদ্য ভালবাসাকে উদযাপন করে পালিত হয় ভাইফোঁটা। এই ভাইফোঁটা উৎসব ঘিরে বাংলার ঘরে ঘরে নানা রকমের মিষ্টি তৈরি হয়।
advertisement
3/6
*জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রী জানাচ্ছেন, ভাইফোঁটা বা ভাইদুজ ২৩ অক্টোবর পালিত হবে। এই বছর, কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি ২২ অক্টোবর, ২০২৫ তারিখে রাত ৮ঃ১৬ মিনিটে শুরু হবে এবং ২৩ অক্টোবর রাত ১০ঃ৪৬ মিনিট পর্যন্ত চলবে।
advertisement
4/6
*জ্যোতিষশাস্ত্রের নিরিখে, ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা উদযাপনকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এদিন ব্রহ্ম মুহূর্তে প্রথমে স্নান করা উচিত। থালায় প্রদীপ, ধূপ, শঙ্খ, ধান, দূর্বা, কাজল, চন্দন, দই ও ঘি। এরপর হয় মিষ্টিমুখ, ভাইফোঁটা দেওয়ার সময় সবসময় ভাইকে উত্তর বা পূর্ব দিকে মুখ করিয়ে বসানো উচিত।
advertisement
5/6
*ভাইকে সর্বদা উত্তর দিকে বা উত্তর-পূর্ব দিকে মুখ করে বসিয়ে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। কখনওই ভাইকে মেঝেতে বসিয়ে ফোঁটা দিতে নেই।
advertisement
6/6
*ভাইফোঁটা মূলতঃ ভাই-বোনেদের উৎসব। এদিন ভাইদের মঙ্গলের জন্যে সকাল থেকে উপোস রেখে তিথি অনুযায়ী, ধান-দুর্বা দিয়ে ভাইফোঁটার মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভাইফোঁটা সম্পন্ন করেন বোন বা দিদিরা। ভাই বোনদের মঙ্গল কামনায় বাঙালি বাড়ির ঘরে-ঘরে সকলে এই উৎসবে সামিল হন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bhai Dooj Timing: ২৩ অক্টোবর ঠিক 'এই' সময়টুকু সবচেয়ে শুভ, আপনার ভাইকে ফোঁটা দিন নির্দিষ্ট সময় মেনে, জানুন সঠিক নির্ঘণ্ট
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল