TRENDING:

Bhai Phota Astro Tips: ফোঁটা দেওয়ার সময় বোনেরা ‘এই’ বিষয়ে নজর রাখুন, নইলে ভাইদের মাথায় চরম বিপদের কালো ছায়া

Last Updated:
Bhai Phota Astro Tips: ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দেওয়ার সময় ভাই-বোনের বসার শুভ দিক, উপবাসের নিয়ম এবং অমঙ্গল এড়াতে বোনেদের কোন ৪টি ভুল এড়িয়ে চলতে হবে—জেনে নিন
advertisement
1/5
ফোঁটা দেওয়ার সময় বোনেরা ‘এই’ বিষয়ে নজর রাখুন, নইলে ভাইদের মাথায় চরম বিপদের কালো ছায়া
বাঙালির বিভিন্ন উৎসবের মধ্যে ভাইফোঁটা অন্যতম। রাখি বন্ধনের মতই এই উত্‍সবটিও ভাইবোনের জন্য একটি বিশেষ দিন। এই দিন সকল বোনেরা তাদের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা লাগিয়ে দীর্ঘায়ু কামনা করেন। ধর্মীয় বিশ্বাস যে এই দিনে ভাইয়ের কপালে ফোঁটা গিয়ে তাঁর আয়ু বৃদ্ধি পায়।
advertisement
2/5
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা লাগানোর শুভ সময়টি যেন নজরে রাখেন৷ এছাড়াও এই দিনে তিলক করার সময় ভাই কোন দিকে মুখ করে বসবেন সেদিকেও খেয়াল রাখা দরকার।
advertisement
3/5
ভাইফোঁটার রীতি নীতি নিয়ে জানালেন অভিজ্ঞ জ্যোতিষবিদ দেবলীনা মজুমদার। তিনি বলেন, ” ভাইফোঁটার দিন, বোন তার ভাইকে টিকা লাগিয়ে পুজো করে, তবে টিকা দেওয়ার সময় দিকটি খেয়াল রাখতে হবে। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়াও, ভাইফোঁটার আগে অবধি বোনেদের উপবাস রাখা উচিত।”
advertisement
4/5
এছাড়াও ভাইফোঁটার সময় আসন পেতে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে টিকা লাগান ও ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করুন।
advertisement
5/5
অমঙ্গল এড়াতে বোনেরা এই ভুল এড়িয়ে চলুন। প্রথমত, এদিন বোনেরা, শুভ সময় মনে রাখবেন। রাহু কাল চলাকালীন, ভাইফোঁটা এড়ানো উচিত। দ্বিতীয়ত, এই শুভ দিন একে অপরের সঙ্গে সংঘাতে জড়াবেন না৷ তৃতীয়ত ভাইয়ের দেওয়া কোনও উপহারকে অসম্মান করবেন না। এবং সবশেষে ভাইফোঁটা দেওয়ার সময় কালো রঙের পোশাক পরবেন না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bhai Phota Astro Tips: ফোঁটা দেওয়ার সময় বোনেরা ‘এই’ বিষয়ে নজর রাখুন, নইলে ভাইদের মাথায় চরম বিপদের কালো ছায়া
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল