Vastu Tips for Betel Nuts: শুধু একটুকরো সুপুরি রাখুন এভাবে! সংসারে উপচে পড়বে সৌভাগ্য ও অর্থবৃষ্টি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Vastu Tips for Betel Nuts: সঠিকভাবে সুপুরিকে ব্যবহার করলে বাস্তুশাস্ত্র অনুযায়ী একাধিক উপহার পাওয়া যা
advertisement
1/5

শুধু পানের মশলা বা মুখশুদ্ধিই নয়৷ সুপুরির একাধিক বাস্তুগুণ আছে৷ সঠিকভাবে সুপুরিকে ব্যবহার করলে বাস্তুশাস্ত্র অনুযায়ী একাধিক উপহার পাওয়া যায়৷ বলছেন বাস্তু বিশেষজ্ঞ ও জ্যোতিষী জয়শ্রী দামানি৷
advertisement
2/5
পুজোয় ব্যবহৃত সুপুরিকে কাপড়ে মুড়ে রাখুন আপনার ওয়ালেটের পাশে৷ বা বাড়িতে যেখানে টাকা রাখেন, সেখানে৷ সংসারে আসবে সুখ ও সমৃদ্ধি৷ দেখা দেবে না অর্থাভাব৷
advertisement
3/5
চাকরি বা কর্মক্ষেত্রে সাফল্য পেতে প্রতি শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছকে পুজো করুন৷ গাছের গোড়ায় রাখুন সুপারি ও ১ টাকার একটি কয়েন৷
advertisement
4/5
পর দিন অশ্বত্থতলা থেকে সংগ্রহ করুন সুপুরি ও টাকা৷ অশ্বত্থ পাতায় বেঁধে নিয়ে রাখুন৷ পরে ওই বাঁধা পাতা রাখুন বাড়িতে যেখানে ধনসম্পদ রাখেন, সেখানে৷ শ্রীবৃদ্ধি হবে কর্মক্ষেত্রে৷
advertisement
5/5
কোনও কাজ আটকে থাকলে পার্সে রাখুন দুটি লবঙ্গ ও একটি সুপারিদানা৷ পরে যখন দরকারি কাজ করবেন ওই লবঙ্গদানা মুখে রাখুন৷ সুপুরিদানা উৎসর্গ করুন ভগবানকে৷ সাফল্য আসবেই৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips for Betel Nuts: শুধু একটুকরো সুপুরি রাখুন এভাবে! সংসারে উপচে পড়বে সৌভাগ্য ও অর্থবৃষ্টি