Belur Math Durga Puja Schedule: দুর্গাপুজোর বাকি ২৬ দিন...বেলুড় মঠের পঞ্চমী থেকে বিজয়া দশমী, কুমারী পুজো, সন্ধিপুজোর শুভ সময়-সহ সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Belur Math Durga Puja Schedule: পঞ্চমী থেকে দশমী বেলুড় মঠের দুর্গাপুজোর পূর্ণ নির্ঘণ্ট, দেবীর বোধন থেকে পুজো নবপত্রিকা স্নান ও কুমারী পুজোর সময়সূচি জানুন...
advertisement
1/6

*বেলুড় মঠ, রাকেশ মাইতি: ২০২৫ দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ। পঞ্চমী থেকে বিজয়া দশমীর সময়সূচি জানুন। এবার আশ্বিনের দ্বিতীয় সপ্তাহে পুজো। গত বছরের তুলনায় অনেকটা আগেই পুজো, সর্বত্র জোরকদমে প্রস্তুতি চলছে। তবে জেলার মানুষের নজর বেলুড় মঠের পুজো।
advertisement
2/6
*দুর্গাপুজোর আকর্ষণ বেলুড় মঠের পুজো। প্রায় একমাস আগেই পঞ্চমী থেকে দশমী দুর্গাপুজোর পূর্ণ সময়সূচি প্রকাশ করল বেলুড় মঠ। পুজোর কয়েকদিন সময় মতো বেলুড় মঠে হাজির হন। সেই সমস্ত মানুষ অপেক্ষায় থাকেন পুজোর নির্ঘণ্টের।
advertisement
3/6
*পঞ্চমী: ১০ আশ্বিন (২৭ সেপ্টেম্বর) শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেবী'র বোধন। ষষ্ঠী: ১১ আশ্বিন (২৮ সেপ্টেম্বর) রবিবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ সকাল ৬:৫৫ মিনিট, সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী: ১২ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) পুজো আরম্ভ, নবপত্রিকা স্নান, মহাস্নান সকাল ৫:৪০ মিনিট।
advertisement
4/6
*মহাঅষ্টমী: ১৩ আশ্বিন (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার পুজো আরম্ভ সকাল ৫:৪০ মিনিটে। কুমারী পুজো সকাল ন'টায়। সন্ধি পুজো- সন্ধ্যা ৫:৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩১ মিনিট পর্যন্ত।
advertisement
5/6
*মহানবমী: ১৪ আশ্বিন (১ অক্টোবর ) বুধবার পুজো ও মহাস্নান- সকাল ৫:৪০ মিনিটে। হোম- বেলা ১১:২৭ মিনিট থাকে দুপুর ১২: ৫৬ মিনিট পর্যন্ত। ভোগ আরতির পর হোম। বিজয়া দশমী: ১৫ আশ্বিন (২ অক্টোবর), বৃহস্পতিবার দেবীর দশমীবিহিত পুজো, ঠাকুরের সন্ধ্যারতির পর প্রতিমা নিরঞ্জন।
advertisement
6/6
*অসংখ্য মানুষ দুর্গাপুজো বেলুড় মাঠে অঞ্জলি দিয়ে থাকেন। বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হবে প্রতিদিন দেবীর মধ্যাহ্ন ভোগ আরতির পর, সময় দুপুর ১২ঃ৩০ মিনিট থেকে দুপুর ১'টা। প্রসাদ বিতরণ প্রতিদিন দুপুর বারোটায় মা সারদার সত্যব্রত ভবন থেকে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Belur Math Durga Puja Schedule: দুর্গাপুজোর বাকি ২৬ দিন...বেলুড় মঠের পঞ্চমী থেকে বিজয়া দশমী, কুমারী পুজো, সন্ধিপুজোর শুভ সময়-সহ সম্পূর্ণ নির্ঘণ্ট