TRENDING:

Bathing Astrology Tips: রাতারাতি হবেন 'কোটিপতি'! টাকা আসবে দু-হাত ভরে, স্নানের জলে খালি মেশান 'এই' জিনিস, সোনায় মুড়বে কপাল, সুখ-সমৃদ্ধি- যশ লাভ!

Last Updated:
Bathing Astrology Tips: স্নানের সঙ্গেই জড়িয়ে রয়েছে আপনার ভাগ্য৷ জ্যোতিষ মতে, নিয়ম মেনে স্নান করলেই ধনী হতে পারবেন এবং দারিদ্রতা দূরও হবে৷ তবে এর জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে৷
advertisement
1/8
রাতারাতি হবেন 'কোটিপতি'! টাকা আসবে দু-হাত ভরে, স্নানের জলে খালি মেশান 'এই' জিনিস
স্নানের অনেক গুরুত্ব রয়েছে৷ শাস্ত্র মতে, স্নান এবং দান পুণ্য লাভ করে। কিন্তু এই স্নানের সঙ্গেই জড়িয়ে রয়েছে আপনার ভাগ্য৷ জ্যোতিষ মতে, নিয়ম মেনে স্নান করলেই ধনী হতে পারবেন এবং দারিদ্রতা দূরও হবে৷ তবে এর জন্য বেশ কিছু নিয়ম মানতে হবে৷
advertisement
2/8
তিরুপতির জ্যোতিষী ডক্টর কৃষ্ণ কুমার ভার্গব জানিয়েছেন, স্নানের জলে এমন কিছু জিনিস মেশাতে হবে,যা আপনার গ্রহগুলিকে শক্তিশালী করবে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন৷ পাশাপাশি দারিদ্র্য দূর হবে এবং সম্পদ ও খ্যাতি বৃদ্ধি পাবে।
advertisement
3/8
সোমবার জলে দুধ মিশিয়ে স্নান করুন। এটি করলে আপনি শান্তি পাবেন এবং মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। গঙ্গা জলে স্নান করলে আপনার পাপ ধুয়ে যাবে এবং পুণ্য লাভ হবে।
advertisement
4/8
জ্যোতিষীর মতে,বৃহস্পতিবার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করা খুবই ভাল। এই প্রতিকার করলে কুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী হবে এবং আপনার সম্পদও বৃদ্ধি পাবে।
advertisement
5/8
জ্যোতিষীর মতে, শনি ও মঙ্গলবার জলে লবণ মিশিয়ে স্নান করুন। এতে আপনার ভেতরের নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তিতে শরীর ও মন খুশি থাকবে।
advertisement
6/8
জ্যোতিষী জানান, শুক্রবার জলে কয়েক ফোঁটা পারফিউম মিশিয়ে স্নান করুন। এতে করে আপনার বৈষয়িক আরাম ও সুবিধা বাড়বে। শুক্রবার সাদা কাপড় পরিধান করে তাতে সুগন্ধি লাগান। এটি শুক্রকে শক্তিশালী করবে।
advertisement
7/8
জ্যোতিষী জানিয়েছেন,শুক্রবার জলে গোলাপজল বা লাল গোলাপ মিশিয়ে স্নান করলে শরীর সুস্থ থাকবে। দেবী লক্ষ্মীকে খুশি করতেও লাল গোলাপ নিবেদন করা হয়। এই উপায় অবলম্বন করলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। জলে কিছু পরিমাণ কর্পূর মিশিয়ে স্নান করলে নেতিবাচকতা দূর হবে। শরীর ও মন পবিত্র থাকবে।
advertisement
8/8
জলের মধ্যে কিছুটা পরিমাণ চন্দন মিশিয়ে নিলে ত্বক ভাল থাকে। মন খুশি থাকে এবং নেতিবাচকতা চিন্তার উপর প্রাধান্য পায় না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Bathing Astrology Tips: রাতারাতি হবেন 'কোটিপতি'! টাকা আসবে দু-হাত ভরে, স্নানের জলে খালি মেশান 'এই' জিনিস, সোনায় মুড়বে কপাল, সুখ-সমৃদ্ধি- যশ লাভ!
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল