Astrology| Lord Vishnu|| বিষ্ণুর প্রিয় বৈশাখে 'এই' কয়েকটি কাজ মোটেই ভুলবেন না, ঝড়ের গতিতে শ্রীবৃদ্ধি ঘটবে, পূর্ণ হবে মনস্কামনা
- Published by:Shubhagata Dey
- Reported by:Trending Desk
Last Updated:
Astrology Tips: হিন্দু ধর্মমতে, বৈশাখ শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। লোকপালক দেবতার নামানুসারে বৈশাখের প্রসিদ্ধিই মাধব মাস নামে।
advertisement
1/10

*আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। দেখতে দেখতে আগামী ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে সূর্য গমন করবেন মেষ রাশিতে। তাঁর এই গোচরের সূত্রে শুরু হবে মেষ সংক্রান্তি। তার সূত্র ধরেই ঠিক পরের দিন থেকে শুরু হবে বাঙালির নতুন বছর। সংগৃহীত ছবি। প্রতিবেদকঃ সর্বেশ শ্রীবাস্তব।
advertisement
2/10
*মেষ সংক্রান্তির দিন ১৪ এপ্রিল, ২০২৩ তারিখে শেষ হবে চৈত্র মাস, ১৫ এপ্রিল, ২০২৩ তারিখ অতএব আমাদের বড় সাধের পয়লা বৈশাখ। বাংলার সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা সেরকমই বলছে। সংগৃহীত ছবি।
advertisement
3/10
*কিন্তু সর্বভারতীয় পঞ্জিকার কথা যদি উল্লেখ করতে হয়, তাহলে কিন্তু পূর্ণিমান্ত মতে বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে। জ্যোতিষাচার্য কল্কি রাম বলছেন ঠিক কথাই- সর্বভারতীয় পঞ্জিকার পূর্ণিমান্ত হিসেবে ৬ এপ্রিল, ২০২৩ তারিখে সকাল ১০ঃ০৪ মিনিটে চৈত্র মাস শেষ হয়েছে, ফলে বৈশাখের শুভাগমনও সম্পন্ন হয়েছে, শুরু হয়েছে বৈশাখ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। সংগৃহীত ছবি।
advertisement
4/10
*হিন্দু ধর্মমতে, বৈশাখ শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। লোকপালক দেবতার নামানুসারে বৈশাখের প্রসিদ্ধিই মাধব মাস নামে। সারা বৈশাখ মাস জুড়ে তাই শ্রীবিষ্ণুর নাম-জপে অপার পুণ্য অর্জিত হয়, পূর্ণ হয় মনের সব কামনা। সংগৃহীত ছবি।
advertisement
5/10
*এই কারণেই বিষ্ণু সহস্রনাম স্তোত্রে বলা হয়েছে- শ্রীবিষ্ণুপ্রীত্যর্থে সহস্রনামজপ বিনিয়োগঃ। অর্থ সরল- তাঁর নাম জপ করলে বিষ্ণু প্রীত হন। আর তাঁর আনন্দ আমাদের জীবনেও আনন্দের সঞ্চার করে আশীর্বাদের ধারা হয়ে নেমে এসে। সংগৃহীত ছবি।
advertisement
6/10
*তবে, শুধুই নাম-জপ নয়। পাশাপাশি, প্রতি ভক্তেরই সমগ্র বৈশাখ মাস জুড়ে শ্রীবিষ্ণুর প্রীতিসাধনের নিমিত্ত আরও কিছু কাজ করা উচিত। সেগুলো কী এবং করলে কেমন ফল লাভ হয়, তা জানিয়েছেন জ্যোতিষাচার্য রাম। সংগৃহীত ছবি।
advertisement
7/10
*বৈশাখ মাস জুড়ে কোনও পুণ্যতোয়া নদীতে স্নান করলে অপার পবিত্রতা অর্জিত হয়। সংগৃহীত ছবি।
advertisement
8/10
*দানে এই বৈশাখ মাসে বিমুখ হওয়া উচিত নয়। অসহায়কে সাহায্য করলে শ্রীবিষ্ণুর আশীর্বাদে আমাদের জীবন থেকেও সব সমস্যা দূর হয়। সংগৃহীত ছবি।
advertisement
9/10
*বৈশাখ মাস তাপপ্রখর, তাই এই সময়ে সুশীতল ছায়াদানকারী কোনও বৃক্ষের পরিচর্যা অবশ্য কর্তব্য, এতে তৃপ্ত হন প্রকৃতিপালক নারায়ণ। সংগৃহীত ছবি।
advertisement
10/10
*সর্বোপরি, এই বৈশাখ মাসে যে সব ব্রত-উপবাস নির্দিষ্ট হয়েছে, তার সবকটি উদযাপন করা প্রয়োজন। ভক্তের এই কৃচ্ছসাধন প্রসন্ন করে ভগবানকে, তার সব মনোকামনা পূর্ণ করেন তিনি।(Disclaimer:প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয়৷) সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology| Lord Vishnu|| বিষ্ণুর প্রিয় বৈশাখে 'এই' কয়েকটি কাজ মোটেই ভুলবেন না, ঝড়ের গতিতে শ্রীবৃদ্ধি ঘটবে, পূর্ণ হবে মনস্কামনা