বাবা ভাঙার অব্যর্থ ভবিষ্যৎবাণী! নতুন বছরেই বাঁই বাঁই করে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির! ব্যাঙ্ক ব্যালান্স থেকে প্রেম সব হাতের মুঠোয় করবেন কারা?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
নতুন বছর — ২০২৬। এই বছরটি নিয়ে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে, কারণ বিখ্যাত ভবিষ্যদ্রষ্টা ‘বালকানের নস্ট্রাদামুস’ বাবা ভাঙা এই বছর সম্পর্কে একাধিক রহস্যময় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন।
advertisement
1/7

আর মাত্র কয়েক মাস, তারপরই ক্যালেন্ডারে জায়গা নিচ্ছে নতুন বছর — ২০২৬। এই বছরটি নিয়ে উত্তেজনা এখন থেকেই তুঙ্গে, কারণ বিখ্যাত ভবিষ্যদ্রষ্টা ‘বালকানের নস্ট্রাদামুস’ বাবা ভাঙা এই বছর সম্পর্কে একাধিক রহস্যময় ভবিষ্যৎবাণী করে গিয়েছেন।
advertisement
2/7
বুলগেরিয়ার এই ভবিষ্যদ্বক্তা বহু বছর আগে প্রয়াত হলেও, তাঁর ভবিষ্যদ্বাণীগুলো আজও বিশ্বজুড়ে কৌতূহল ও আলোচনার বিষয়। রিপোর্ট অনুযায়ী, বাবা ভাঙা নাকি ইঙ্গিত দিয়েছিলেন—২০২৬ সাল হবে কিছু রাশির জন্য সৌভাগ্য, সাফল্য আর সমৃদ্ধির বছর।চলুন দেখে নেওয়া যাক, তাঁর সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী কোন ৫ রাশি ২০২৬ সালে সবচেয়ে লাকি হতে পারে
advertisement
3/7
সিংহদীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। বিশেষ করে যারা প্রশাসনিক বা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, তাঁদের জন্য সময়টি অত্যন্ত শুভ। পদোন্নতি বা সম্মান পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল। অর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি উন্নতির দিকে যাবে।
advertisement
4/7
বৃষবাবা ভঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, হঠাৎ করেই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। অপ্রত্যাশিত লাভ বা সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। ব্যাঙ্ক ব্যালান্স বাড়বে, রোজগার বাড়বে, অর্থনৈতিক স্থিতিও মজবুত হবে।
advertisement
5/7
কন্যা২০২৬ সালে কন্যা রাশির জাতকদের ক্যারিয়ার ও ব্যবসা দুই দিকেই সাফল্যের সম্ভাবনা প্রবল। নতুন সুযোগ আসবে, কাজের পরিধি বাড়বে। উপার্জন যেমন বাড়বে, তেমনই সঞ্চয়ের দিক থেকেও আসবে স্বস্তির বার্তা।
advertisement
6/7
বৃশ্চিকযাঁরা পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য ২০২৬ হতে পারে বহু প্রতীক্ষিত বছর। কর্মজীবনে নতুন উচ্চতা ছোঁয়ার সুযোগ মিলবে। ব্যবসায়ী বৃশ্চিকদের জন্যও সময়টা অত্যন্ত লাভজনক হতে চলেছে।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
বাবা ভাঙার অব্যর্থ ভবিষ্যৎবাণী! নতুন বছরেই বাঁই বাঁই করে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির! ব্যাঙ্ক ব্যালান্স থেকে প্রেম সব হাতের মুঠোয় করবেন কারা?