Auspicious Dates to Buy Car: নতুন গাড়ি বা বাইক কিনবেন? ফেব্রুয়ারি মাসের এই ৩টি দিন সবচেয়ে শুভ! নক্ষত্রের ফেরে বদলে যেতে পারে ভাগ্য!
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Auspicious Dates to Buy Car: ২০২৬ সালে গাড়ি বা বাইক কেনার আগে জেনে নিন জ্যোতিষ মতে কোন দিন ও কোন নক্ষত্র সবচেয়ে শুভ। ফেব্রুয়ারি মাসে রয়েছে একাধিক শুভ যোগ
advertisement
1/5

পছন্দের একটি চার চাকা গাড়ি অথবা মোটরসাইকেলে কেনার ইচ্ছে থাকে প্রায় কমবেশি সকলের মধ্যে। অনেকেই বিশ্বাস করেন দু চাকা অথবা চার চাকা গাড়ি কেনার জন্য নির্দিষ্ট শুভ লগ্ন প্রয়োজন। আর আপনি যদি চলতি বছর গাড়ি কিনতে চাইছেন তাহলে কোন সময় ও কোন মাস গাড়ি কেনার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত এই বিষয়ে আমাদের জানিয়েছেন তারাপীঠ মন্দিরের প্রবীণ সেবায়েত এর গোলক মহারাজ। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
মাসের প্রথম সপ্তাহেই অনেক বড় শুভ অনুষ্ঠানের দিনক্ষণ ছিল। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহও অনেক শুভ সংযোগ নিয়ে আসে। ৮ ফেব্রুয়ারি, পুষ্য নক্ষত্রের সঙ্গে, বিকেল ০৪:০৩ টা থেকে গভীর রাত পর্যন্ত গাড়ি কেনার মুহুর্ত রয়েছে। ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি, সারা দিন হস্ত, চিত্র এবং স্বাতী নক্ষত্রের সাথে একটি শুভ যোগ হবে।
advertisement
3/5
মাসের সবচেয়ে শুভ দিনগুলি ২৪, ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি বলা হয়, যখন ধনিষ্ঠা এবং শতভীষা নক্ষত্রগুলি ধারাবাহিকভাবে অনুকূল থাকে। মাসের এই তিন দিনকে গাড়ি কেনার জন্য সেরা সময় বলে মনে করা হয়, তাই যাঁরা শোরুমে যাওয়া বা ডেলিভারি নেওয়ার কথা ভাবছেন, তাঁদের জন্য এটিই সেরা সময়।
advertisement
4/5
মাসের শেষ সপ্তাহে সাবধানতা অবলম্বন করা দরকার। আপনি যদি মার্চ মাসের ২৭,২৮, ২৯, ৩০ তারিখে গাড়ি কেনার ইচ্ছা থাকে, তাহলে এই সময় নক্ষত্রগুলি উপযুক্ত নয়, বা তারিখগুলি অশুভ বলে মনে করা হয়। মনে রাখতে হবে, শুভ সময় কেবল মধ্যরাতের পরে শুরু হয়, তাই প্রকৃত কেনাকাটার সময় অত্যন্ত সীমিত।
advertisement
5/5
সামগ্রিকভাবে যারা চলতি বছর গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাঁরা অবশ্যই পঞ্জিকা দেখে শুভ লগ্নে গিয়ে নিজের বাহনটি কিনে আনুন বা বাহনটি বুকিং করে আসতে পারেন। তবে গোলক মহারাজ জানান সপ্তাহের বৃহস্পতিবার দিন যে কোনও ধরনের গাড়ি কেনার জন্য শুভ দিন।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Auspicious Dates to Buy Car: নতুন গাড়ি বা বাইক কিনবেন? ফেব্রুয়ারি মাসের এই ৩টি দিন সবচেয়ে শুভ! নক্ষত্রের ফেরে বদলে যেতে পারে ভাগ্য!