TRENDING:

August 2025 Lucky Zodiacs: অগাস্টেই আগুন ঝরাবে ৫ রাশি, নতুন মাসে টাকার পাহাড়ে, চওড়া কপালে বিশ্বজয়

Last Updated:
August 2025 Lucky Zodiacs: অগাস্টে সূর্য-বুধ-শুক্রের খেলা শুরু! দুই রাজযোগে টাকার পাহাড়ে ৫ রাশি, ভাগ্য দৌড়বে দুর্বার গতিতে
advertisement
1/19
অগাস্টেই আগুন ঝরাবে ৫ রাশি, নতুন মাসে টাকার পাহাড়ে, চওড়া কপালে বিশ্বজয়
জ্যোতিষ শাস্ত্রমতে অগাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে ৷ কেননা এই মাস শ্রাবণ থেকে রাখিপূর্ণিমা সমস্ত কিছুই আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/19
এছাড়াও ২০২৫-এর অষ্টম মাস সূর্য, বুধ.শুক্রের অবস্থানে পরিবর্তন আসতে চলেছে ৷ এরফলেই ১২টি রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট পরিবর্তন নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/19
রাজা সূর্য সিংহ ও কর্কটে বিরাজমান থাকবেন ৷ যদি শুক্রের কথা বলা হয়ে থাকে সেক্ষেত্রে মিথুন ও কর্কটে থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/19
অন্যদিকে মঙ্গল কন্যাতে, শনি মীনে ও রাহু কুম্ভতে, কেতু সিংহতে থাকবে ৷ একই সঙ্গে বুধের মার্গি হতে চলেছে অগাস্টে ৷ অগাস্টে বুধ মার্গির সঙ্গে সঙ্গে অস্তমিতও হতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/19
অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কিরাম সূত্রে জানতে পারা গিয়েছে ফলত অগাস্ট মাস বেশ কয়েকটি রাশির জন্য অত্যন্ত ভাল হতে চলেছে ৷ গ্রহের রাজকুমার বুধ অগাস্টে অস্তে যাবেন ৷ ফলত পরিস্থিতি একটু বদলাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/19
কেননা অগাস্ট মাসের শুরুতে বুধ কর্কটে এরপরে ৩০ অগাস্টে বুধ সিংহতে প্রবেশ করবেন ৷ একই সঙ্গে বুধ পুষ্য নক্ষত্র থেকে অশ্লেষার সঙ্গে সঙ্গে মঘা নক্ষত্রে থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/19
অগাস্টের শুরুতেই বুধ বক্রি অবস্থায় থাকবেন ৷ কিন্তু ১১ অগাস্ট কর্কটে মার্গি ও উদিত হবেন গ্রহের রাজকুমার বুদ্ধিদাতা বুধ ৷ ধন বৈভবের দেবতা শুক্র অগাস্টের শুরুতে থাকবেন মিথুনে তখনই বৃহস্পতির সঙ্গে মিলনে গজলক্ষ্মী রাজযোগের নির্মাণ করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/19
তারপরে ২১ অগাস্ট কর্কটে প্রবেশ করবেন শুক্র সেখানে বুধের সঙ্গে লক্ষ্মী নারায়ণ রাজযোগের নির্মাণ করবেন ৷ অগাস্টেই শুক্র আদ্রা, পুনর্বসু, পুষ্য নক্ষত্রে বিরাজমান থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/19
রাজা সূর্য অগাস্টের শুরুতেই থাকবেন কর্কটে ১৭ অগাস্টে নিজের রাশি সিংহতে প্রবেশ করবেন ৷ সেখানেই কেতুর সঙ্গে সংযোগ রক্ষা করবেন ৷ সূর্য অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/19
শনিদেব মীনে বক্রি, রাহু কুম্ভতে ও কেতু সিংহতে বিরাজমান ৷ ১৭ অগাস্ট সূর্য ও কেতুর মিলনে গ্রহণযোগ তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/19
এবার দেখে নেওয়া যাক ঠিক কোন কোন ৫ রাশি অগাস্টে বিরাট লাভের মুখ দেখবেন? সিংহ রাশির জাতক-জাতিকারা অগাস্টে বিরাট লাভের মুখ দেখবেন কেননা রাজা সূর্য নিজের রাশিতে প্রবেশ করবেন ৷ বাড়বে আত্মবিশ্বাস, কেরিয়ারে লাভ পাবেন অত্যন্ত পরিমাণে ৷ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/19
অফিসে পেতে পারেন নতুন দায়িত্ব ৷ নতুন চাকরির সম্ভাবনা থাকছে ৷ অফিসে বড়সড় দায়িত্ব পাবেন ৷ শনির বক্রি জীবনে স্থায়িত্ব প্রদান করবে ৷ জীবনে সুখ ও শান্তির বসত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/19
শিক্ষা, বিবাহ, চাকরিতে বিশেষ ভাবে সফল হবেন, যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য অত্যন্ত ভাল মুহূর্ত আসতে চলেছেন ৷ জীবনের নানান সমস্যার সমাধান হবে এবার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/19
পুরনো বিনিয়োগ থেকে এবার লাভের মুখ দেখতে পারবেন জাতক-জাতিকারা ৷ কয়েকটি ক্ষেত্রে সাফল্য পাবেন জীবনের নানান সমস্যা থেকে এবার সাফল্য পাবেন ৷ টাকা পয়সা রোজগারের নতুন নতুন উৎস তৈরি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/19
তুলা রাশির জন্য অগাস্ট ভাল কাটবে ৷ কেননা রাশির স্বামী শুক্র অগাস্টেই প্রথমে মিথুন তারপরে কর্কটে থাকবেন ৷ এরফলেই গজলক্ষ্মী ও লক্ষ্মী নারায়ণ রাজযোগের নির্মাণ হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/19
জীবনে সুখ ও শান্তির বসবাস হবে ৷ অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে ৷ বিবাহিত জীবনের সমস্যা এবার শেষ হবে ৷ আগের থেকে আর্থিক পরিস্থিতি ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/19
মকর রাশির জন্য অগাস্ট ভাল হতে চলেছে, শনির বক্রি জীবনে অত্যন্ত লাভের পরিস্থিতি তৈরি করবে ৷ নেতিবাচক প্রভাব জীবনে বিশাল উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/19
দীর্ঘ সময় ধরে যে রোগভোগ চলছিল এবার তার শেষ হবে, পুরনো রোগ থেকে এবার মুক্তি পাবেন ৷ চাকরিজীবীদের জন্য অগাস্ট মাস অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/19
<strong><span style="color: #993366;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
August 2025 Lucky Zodiacs: অগাস্টেই আগুন ঝরাবে ৫ রাশি, নতুন মাসে টাকার পাহাড়ে, চওড়া কপালে বিশ্বজয়
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল