TRENDING:

Astrology: বাঙালির খুব প্রিয় এই সবজি, তবে ভুলেও তা কাটবেন না মহিলারা, ঘটতে পারে ঘোর বিপদ, সাবধান করছেন কাশীর জ্যোতিষী

Last Updated:
বাঙালি বাড়িতে এই সবজিটি প্রায় রোজ-ই রান্না করা হয়। তবে তা মহিলারা ভুলেও কাটবেন না।
advertisement
1/4
বাঙালির খুব প্রিয় এই সবজি, তবে ভুলেও তা কাটবেন না মহিলারা, ঘটতে পারে ঘোর বিপদ
সমস্ত সবজির মধ্যে বেশ সুস্বাদু কুমড়ো। মিষ্টি স্বাদের লোভনীয় এই সবজি থেকে নানা রকমের সুস্বাদু খাবারও তৈরি করা হয়। বিভিন্ন ধরনের তরকারিতে কুমড়ো দেওয়া যায়। এর পাশাপাশি নানা রকম জিভে জল আনা খাবারও কুমড়ো দিয়ে তৈরি হয়। মজার বিষয় হল, এক-এক জায়গায় আবার কুমড়ো এক-এক নামে পরিচিত। এই সবজিকে কুমহড়া, পেঠা, মখনাও বলেও ডাকা হয়ে থাকে। আর সবথেকে বড় কথা হল, কুমড়ো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এখানেই শেষ নয়, আবার সনাতন ধর্মেও কুমড়োর বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ এর সঙ্গে সম্পর্কিত কিছু পরম্পরা রয়েছে, যা আজকের দিনেও অনুসরণ করা হয়।
advertisement
2/4
আসলে কুমড়ো এমন একটি সবজি, যা মহিলাদের কাটাকুটি করা একেবারেই উচিত নয়। বাড়ির পুরুষদেরই প্রথমে কুমড়ো কাটা উচিত। এরপর পুরুষদের সেই কেটে দেওয়া কুমড়ো প্রয়োজনমতো কাটাকুটি করে নিতে পারেন মহিলারা। কিন্তু কেন? কাশীর জ্যোতিষী পণ্ডিতের কাছ থেকে জেনে নিন এই প্রশ্নের উত্তর।
advertisement
3/4
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানিয়েছেন, কুমড়োকে কাশীফল বলা হয়ে থাকে। সনাতন ধর্মে সাত্ত্বিক বলি হিসেবে নারকেল, সুপারি এবং কুমড়ো ব্যবহার করার চল রয়েছে। মূলত দেবীর যজ্ঞেই বলি দেওয়া হয় কুমড়ো। সনাতন ধর্মে বলি দেওয়ার অধিকার একমাত্র পুরুষদেরই রয়েছে। আর মহিলারা হলেন মা, তাই মহিলাদের কখনওই কুমড়ো কাটা উচিত নয়।
advertisement
4/4
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহিলারা যদি কুমড়ো বা শ্রীফল কাটেন, তাহলে সেটা তাঁদের পুত্রের জন্য বলি হিসাবে দেখা হয়। আরও বলা হয় যে, মহিলারা কুমড়ো কাটলে পুত্র বিয়োগের আশঙ্কাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেই কারণে ভুল করেও গোটা কুমড়ো কাটা উচিত নয় বাড়ির মহিলাদের।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: বাঙালির খুব প্রিয় এই সবজি, তবে ভুলেও তা কাটবেন না মহিলারা, ঘটতে পারে ঘোর বিপদ, সাবধান করছেন কাশীর জ্যোতিষী
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল