Dinner Table Vastu Tips : রোজ ভুল দিকে বসে শান্তিতে খাবার খাচ্ছেন? অজান্তেই ডাকছেন বিপদ! নিঃস্ব হতে সময় লাগবে না, জানুন বাস্তু
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dinner Table Vastu Tips : ঘরের সুখ ও শান্তি, নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য বাস্তুর এই নিয়ম মেনে চলুন। এতে বাড়িতে ফিরবে আনন্দ, খুশিতে ভরে উঠবে সংসার।
advertisement
1/7

আমরা কোন দিকে মুখ করে খাওয়া দাওয়া করি, কোন দিকে বসে পাতে খাবার নিই অথবা পেটপুজো চলে ঘরের কোন কোণে- এর উপরেই নির্ভর করে মানসিক ও শারীরিক সুস্থতা। বাস্তুশাস্ত্র অনুযায়ী, কোনদিকে বসে খাবার খাওয়া একেবারে উচিত নয়?
advertisement
2/7
ঘরের সুখ ও শান্তি, নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য বজায় রাখার জন্য বাস্তুর এই নিয়ম মেনে চলুন। এতে বাড়িতে ফিরবে আনন্দ, খুশিতে ভরে উঠবে সংসার।
advertisement
3/7
বাস্তু অনুসারে, খাবার তখনই আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে যখন তা সঠিক ভাবে বসে খাওয়া হয়। বাস্তুশাস্ত্রে দিকনির্দেশের বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
4/7
বাস্তুতে, বাড়ির মন্দির, রান্নাঘর, শয়নকক্ষ, বসার ঘর এবং বাথরুম সম্পর্কে নির্দেশাবলি দেওয়া আছে। এর পাশাপাশি বাড়িতে রাখা ছোট থেকে বড় জিনিসের দিক ও অবস্থানও বাস্তুতে উল্লেখ আছে।
advertisement
5/7
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির পশ্চিম দিকটি খাবার টেবিলের জন্য সেরা বলে মনে করা হয়। দক্ষিণ-পূর্ব দিকেও ডাইনিং টেবিল রাখতে পারেন।
advertisement
6/7
উত্তর দিকে বসে খাবার খেলে শরীরে কুপ্রভাব পড়তে পারে। নানা রোগ ঘিরে ধরতে পারে আপনার শরীরকে। দক্ষিণ দিকে মুখ করে খেতে বসতে পারেন। তাতে শরীর ভাল থাকে।
advertisement
7/7
আর পশ্চিম দিকে বসে খাবার খেলে সম্পত্তি বৃদ্ধি হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, সূর্যোদয় হওয়ার পর পূর্ব দিকে মুখ করে বসে খাবার খেলে শিক্ষা ও দীর্ঘায়ু লাভ হয়। দিনের বেলায় পূর্ব দিকে মুখ করে খাবার খাওয়া উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Dinner Table Vastu Tips : রোজ ভুল দিকে বসে শান্তিতে খাবার খাচ্ছেন? অজান্তেই ডাকছেন বিপদ! নিঃস্ব হতে সময় লাগবে না, জানুন বাস্তু