Astrology Tips: উঠে যাওয়া চুল মাটিতে পুঁতে দিন! কোন কোন দিন চুল ধোবেন না? ভাগ্য বদলাতে জানুন জ্যোতিষীর মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Astrology Tips: সংসারে অভাব লেগেই আছে? সব কাজে বাধা আসছে? সেই সঙ্গে অসুস্থ শরীর, ঝরে যাচ্ছে চুল? সব কিছু ফিরে যাবে এই নিয়ম মানলে! জানুন জ্যোতিষীর মত
advertisement
1/7

বর্তমান সময়ে খাওয়াদাওয়ার অনিয়ম, রাসায়নিকের ব্যবহার ও দূষণের বাড়বাড়ন্তের জেরে কম বয়সেই চুলের বারোটা বেজে যায়। শুধু যত্নের অভাবই নয়, চুল পড়া অনেক ক্ষেত্রেই জটিল রোগে আক্রান্ত হওয়ার ইঙ্গিত দেয়। তবে জানেন কী চুল ঝরে যাওয়ার পিছনে আমাদের জন্ম ছকে অবস্থিত বিভিন্ন গ্রহদের অবস্থান একটি বড় ভূমিকা পালন করে?
advertisement
2/7
বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী চুল পড়ে যাওয়ার সমাধান থেকে বাঁচতে বিশেষ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, বর্তমান সময়ে অনেক মানুষকেই দেখা যায় সন্ধ্যায় অফিস থেকে ফিরে ভিজে চুলে নিয়ে ঘুমিয়েও পড়েন। আর এই সব অভ্যাসই চুলের দফারফা হয়ে যায়।
advertisement
3/7
আসলে ভিজে চুল খুলে ঘুমোলে চুল গোড়া থেকে নরম হয়ে যায়। এছাড়াও রাতে বিভিন্ন অশুভ শক্তি চুলে আকর্ষণ করে । এছাড়াও চুলে জট পড়ে, চুলে ঘাম জমে দুর্গন্ধও বের হয়।
advertisement
4/7
জ্যোতিষ মতে , ভিজে চুল আঁচড়ানো উচিত নয়! অনেকেরই স্নানের পর চুল আঁচড়ানোর অভ্যাস রয়েছে। ভিজে অবস্থায় চুলের গোড়া আলগা থাকে। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে। একইসঙ্গে চুল জোরে জোরে আঁচড়ানো উচিত নয়।
advertisement
5/7
বর্তমান যুগে প্রায় সবার জীবনেরই সমস্যা। চুলে চিরুনি ছোঁওয়ালেই মুঠো মুঠো চুল উঠে আসে । তবে নারী বা পুরুষের চুল ঝরে গেলে সেই চুল মাটিতে পুঁতে দিন। এর ফলে চুল ঝরা কমবে বলে প্রচলিত বিশ্বাস। যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবু অনেকে মনে করেন যে এর ফলে আর্থিক অবস্থারও উন্নতি হবে।
advertisement
6/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পর কখনও চুল আঁচড়ানো উচিত নয়। সন্ধের পর লক্ষ্মী দেবী আমাদের গৃহে প্রবেশ করেন। সেই সময় চুল আঁচড়ালে তিনি রুষ্ট হল বলে বিশ্বাস।
advertisement
7/7
জ্যোতিষ বলছে যে সোমবার, শনিবার এবং বৃহস্পতিবার চুল ধোওয়া বা শ্যাম্পু করা উচিত নয়। এর ফলে ভাগ্যে খারাপ প্রভাব পড়ে এবং চুল ঝরে যেতে থাকে। শনিবারে চুল ধুলে শনির অশুভ দৃষ্টি পড়ে বলেও প্রচলিত বিশ্বাস। (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips: উঠে যাওয়া চুল মাটিতে পুঁতে দিন! কোন কোন দিন চুল ধোবেন না? ভাগ্য বদলাতে জানুন জ্যোতিষীর মত