Astrology Tips: সংসারে অশান্তি, দারিদ্র্যতা হবে উধাও! এক টুকরো ফটকিরি বদলে দেবে ভাগ্যের চাকা!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Astrology Tips: ফিটকিরি দিয়ে কিছু টোটকা পালন করলে জীবন থেকে বেশকিছু সমস্যার সমাধান করা সম্ভব এমনটাই জানানো রয়েছে জ্যোতিষ শাস্ত্রে।
advertisement
1/8

জ্যোতিষ শাস্ত্র মতে ফিটকিরি দিয়ে জীবনের নানা সমস্যার সমাধানও করা সম্ভব। এছাড়া জীবন থেকে অশুভ প্রভাব দূর করতেও অনেক কার্যকরী এই বস্তু।
advertisement
2/8
অভিজ্ঞ জ্যোতিষ ও বাস্তু বিশারদ অশোক শাস্ত্রী জানান, ফিটকিরি দিয়ে কিছু টোটকা পালন করলে জীবন থেকে বেশকিছু সমস্যার সমাধান করা সম্ভব সহজেই।
advertisement
3/8
বাস্তুদোষ কাটাতে ফিটকিরির প্রয়োগ রয়েছে জ্যোতিষ শাস্ত্রে। বাস্তুদোষ কাটাতে বাড়ির প্রধান দরজার সামনে একটা কাচের পাত্রে কিছুটা জলে ফিটকিরি রাখলে সমাধান মিলবে।
advertisement
4/8
বাড়ির ওপরের নজর দোষ রয়েছে। একটা পাত্রে কিছুটা ফিটকিরি, কিছুটা নুন এবং কালো সর্ষে নিন। সেই বাটিকে বাড়ির চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলুন। সমাধান মিলবে।
advertisement
5/8
রাতে ভাল ঘুম হয় না। এছাড়া সারা রাত খারাপ খারাপ স্বপ্ন দেখেন অনেকেই। এক্ষেত্রে বালিশের নীচে এক টুকরো ফিটকিরি রাখুন। তাহলেই সমাধান পাবেন নিশ্চিত।
advertisement
6/8
ঘরকে সম্পূর্ণ ভাবে নেতিবাচক শক্তির হাত থেকে রক্ষা করতে কিছুটা ফিটকিরি গুঁড়ো করে নিন। তারপর ঘরের চার কোণে ছড়িয়ে দিন। এতেই সহজে মিলবে সমাধান।
advertisement
7/8
বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ নেই একেবারে। এক্ষেত্রে একটা বড় মাপের ফিটকিরির টুকরো বাচ্চাদের পড়ার জায়গায় রেখে দিন। এতে সমাধান মিলবে অনেকটাই।
advertisement
8/8
ব্যবসার ক্ষেত্রে যদি কাজে খুব বেশি বাধা আসতে শুরু করে। তবে একটা লাল কাপড়ের টুকরোয় কিছুটা ফিটকিরি বেঁধে কাজের জায়গায় ঝুলিয়ে রাখুন। সমাধান মিলবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips: সংসারে অশান্তি, দারিদ্র্যতা হবে উধাও! এক টুকরো ফটকিরি বদলে দেবে ভাগ্যের চাকা!