Astrology Tips To Become Rich: আগামী মাসে বিরাট রাশি পরিবর্তন, ভাল সময় শুরু হবে এই ৪ রাশির, আসবে প্রচুর টাকা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

মে মাসের শুরুতেই রাশি পরিবর্তন করতে চলেছে শুক্র। ২ মে মিথুন রাশিতে প্রবেশ করবে শুক্র এবং ৩০ মে পর্যন্ত এই রাশিতেই থাকবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে প্রেম, বিবাহ, সৌন্দর্য, সুখ, সম্পদ, ঐশ্বর্য, রোম্যান্স, বিলাসিতা, যৌন জীবনের কারক গ্রহ মনে করা হয়। কোষ্ঠীতে শুক্রের অবস্থা মজবুত থাকলে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে। শুক্রের এই রাশি পরিবর্তনের ফলে জীবন বদলে যাবে এই ৪ রাশির। জেনে নিন কারা সেই সৌভাগ্যবানেরা--
advertisement
2/5
মেষ রাশি-- বিশাল অর্থ-প্রাপ্তির যোগ রয়েছে। আয় বাড়বে বহুগুণ। ব্যবসায় বিশাল লাভ করবেন। বন্ধুদের সঙ্গে খুব ভাল সময় কাটবে। ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। কাছে-দূরে কোতাও বেড়াতে যেতে পারেন। বিবাহযোগ্যাদের বিয়ের পাকা কথা হতে পারে।
advertisement
3/5
বৃষ রাশি-- আর্থিক অনটন দূর হবে, আয়ের নতুন উৎস খুলবে। চাকরিতে বেতন বাড়বে, ব্যবসায় মুনাফা করবেন। যে-কাজেই হাত দেবেন সাফল্য মিলবে। জমি-বাড়ি সংক্রান্ত মামলাত নিষ্পত্তি হবে। গাড়ি কেনার সেরা সময়। অর্থ সঞ্চয় করতে পারবেন, ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি বজায় থাকবে।
advertisement
4/5
কন্যা রাশি-- সব কাজেই ভাগ্যর সঙ্গ পাবেন। হারা বাজিও আপনি জিতে যাবেন। বহুদিনের ব্যর্থতা পিছু ছাড়বে। চাকরিতে পদোন্নতি হবে, ব্যবসায় বিশাল লাভ করবেন। দাম্পত্য সম্পর্ক মধুর হবে। প্রেমে পড়তে পারেন। বিদেশ যাওয়ার যোগ আসবে।
advertisement
5/5
কুম্ভ রাশি-- দু'হাতে টাকা আসবে। অপ্রত্যাশিভাবে প্রচুর সম্পত্তির মালিকানা পাবেন। রোজগার বাড়বে অনেকটাই। বিনিয়োগের জন্য সেরা সময়। পারিবারিক অশান্তি দূর হবে। জীবনে প্রেম আসবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips To Become Rich: আগামী মাসে বিরাট রাশি পরিবর্তন, ভাল সময় শুরু হবে এই ৪ রাশির, আসবে প্রচুর টাকা