TRENDING:

Durga blessing zodiac signs: সারাবছর দেবীর আশীর্বাদ পেতে চান? পুজোর ক'টা দিন মানুন এই নিয়ম, না হলেই বিপদ

Last Updated:
Durga Puja 2024: আজ মহাঅষ্টমী, ভোররাতে মহাঅষ্টমীর পুজো শুরু হবে। সেই সঙ্গেই এই সময় সারাবছর দেবীর আশীর্বাদ পেতে পুজোর কটা দিন মেনে চলতে হবে এই কিছু নিয়ম।
advertisement
1/7
সারাবছর দেবীর আশীর্বাদ পেতে চান, পুজোর ক'টা দিন মানুন এই নিয়ম, না হলেই বিপদ
আজ মহাঅষ্টমী, ভোররাতে মহাঅষ্টমীর পুজো শুরু হবে। সেই সঙ্গেই এই সময় সারাবছর দেবীর আশীর্বাদ পেতে পুজোর কটা দিন মেনে চলতে হবে এই কিছু নিয়ম। তাই এই পুজোর দিনগুলোতে অবশ্যই মেনে চলুন বিশিষ্ট জ্যোতিষী পূবালি গুহ শাস্ত্রীর এই কিছু টোটকা। প্রতীকী ছবি
advertisement
2/7
* নবমীর দিন যদি সম্ভব হয় তা হলে, পাঁচ বছরের নীচে ন’জন কন্যাশিশুকে বাড়িতে বসিয়ে তাদের পছন্দমতো খাবার খাওয়ান এবং সাধ্যমতো উপহার দিন। তবে খাবারটা যেন অবশ্যই নিরামিষ হয়। প্রতীকী ছবি।
advertisement
3/7
* এছাড়াও নবমীর এই বিশেষ দিনে একটি ন’মুখী রুদ্রাক্ষ মায়ের চরণে ছুঁইয়ে নিজের শরীরে ধারণ করুন।* নবমীর পুজোর সময় যে হোম করা হয়, সেই হোমের ছাই এনে একটি ছোট মাটির ঘটে করে বাড়ির যে কোনও পবিত্র স্থানে রেখে দিন। প্রতীকী ছবি।
advertisement
4/7
* নবমীর দিন পাঁচটি গোলাপের পাপড়ির দু’পাশে মধু মাখিয়ে দুর্গা দেবীর সামনে গিয়ে রেখে আসুন। শুভ ফল পাবেন।* দেবীপক্ষ চলাকালীন কালো কাপড়ে মুড়ে কিছুটা ফটকিরি বিছানার নীচে রেখে দিন। সঙ্গে বাড়ির যে কোনও জায়গায় কাচের পাত্রে কিছুটা ফটকিরি রেখে দিন। প্রতীকী ছবি।
advertisement
5/7
* এই দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁইয়ে ন’পাকে বেঁধে হাতে পড়ুন।*নবমীর দিন মায়ের কাছে ন’রকম ফুল, ফল ও মিষ্টি অর্পণ করুন। * এই দিন মায়ের কাছে ১০৮টি বেলপাতা ও পদ্ম নিবেদন করুন। * নবমীর দিন ভুল করেও লাউ খাবেন না। প্রতীকী ছবি।
advertisement
6/7
*নবমীর দিন কালো রঙের পোশাক পরবেন না।এই কিছু কিছু জিনিসগুলো নবমীর দিন মেনে চলুন অবশ্যই আপনার জীবনে খুব শীঘ্রই সফলতা আসবে। প্রতীকী ছবি।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Durga blessing zodiac signs: সারাবছর দেবীর আশীর্বাদ পেতে চান? পুজোর ক'টা দিন মানুন এই নিয়ম, না হলেই বিপদ
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল