TRENDING:

Astrology Tips: ‘‘আমি কি বড়লোক হব?’’ জ্যোতিষ শাস্ত্র মতে মা লক্ষ্মী নিজেই দেন ইঙ্গিত

Last Updated:
মা লক্ষ্মীর আশিষ পেতে পারেন আপনিও, ইঙ্গিত পেয়েছেন কি...
advertisement
1/8
‘‘আমি কি বড়লোক হব?’’ জ্যোতিষ শাস্ত্র মতে মা লক্ষ্মী নিজেই দেন ইঙ্গিত
#কলকাতা: মানুষ মাত্রেই ধণ- দৌলতের আকাঙ্খা করে৷ তার জন্য একদিকে যেমন ধন উপার্জনের জন্য পরিশ্রম করেন৷ ঠিক তেমনিই আবার মা লক্ষ্মীর আরাধনাও করে থাকেন৷  কথিত আছে যে মা লক্ষ্মীর যদি হঠাৎ করে  আপনার ওপর কৃপা হয় তাহলে ধন-সম্পদের ভাণ্ডারে জোয়ার আসে৷ কিন্তু ‘‘আমি কি বড়লোক হব?’’  বা ‘‘কখন আমার ধন বৃদ্ধি হবে?’’ এই প্রশ্নের উত্তরে  কেউ নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না। যদিও ধর্ম শাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র  অনুযায়ি এমন কিছু সঙ্কেত আছে, যেগুলি যদি একটু খেয়াল করা যায় তাহলে বোঝা যায় ভাল সময় আসন্ন৷ জেনে নিই সেই সঙ্কেতগুলি আসলে কী কী। Photo- Representative
advertisement
2/8
সকাল সকাল যদি  নারকেল দেখেন তাহলে বলাই যায় আপনার ভালো সময় আসন্ন বা মা লক্ষ্মীর প্রসাদ আপনি খুব তাড়াতাড়ি পেতে চলেছেন৷   সকালে নারকেল দেখাকে খুব শুভ বলে মনে করা হয়।  এরকম ইঙ্গিত দিয়ে মা লক্ষ্মী বুঝিয়ে দেন আপনার ভালো সময় এবার এসে গিয়েছে।  Photo- Representative
advertisement
3/8
অন্যদিকে, সকালে আপনার ডান দিকে বাঁদর দেখতে পেলে বুঝবেন আপনার দুঃসময় খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে৷   Photo- Representative
advertisement
4/8
জীবনে ঝগড়া-অশান্তিতে জেরবার৷ বাড়ির শান্তির বদলে অশান্তির একদম কেন্দ্র৷ বাড়িতে ফিরতে আর ইচ্ছা হয় না৷ এই অবস্থায় যদি রঙিন প্রজাপতি দেখেন তাহলে মনে যেমন ভাল লাগে তেমনিই আনন্দ ডবল করে নিন কারণ এটা সুসময়ের ইঙ্গিতবাহী৷ সমস্ত খারাপ সময় তাড়াতাড়ি চলে যাবে৷    Photo- Representative
advertisement
5/8
দেশি -বিদেশি দুই মতেই  ঘোড়ার নাল দেখা  খুবই শুভ৷  বাস্তুশাস্ত্র অনুসারে,  ঘোড়ার নাল দেখতে পেলে  তা মা লক্ষ্মী-র চিহ্ন হিসাবে বিবেচিত হয়। এই জন্যে  আগেকার দিনে অনেক বড়লোক বাড়িতে দরজার মাথায় ঘোড়ার নাল লাগানোর চল ছিল৷ এই চিহ্নের মাধ্যমে  আপনার বাড়িতে সবকিছু ভাল হতে চলেছে এবং অস্থির দিনগুলি কেটে যেতে চলেছে এটারই ইঙ্গিত পাওয়া যায়। তবে শনিবার এমন নাল ভাগ্য ফেরানোর জন্য ভুলেও বাড়িতে  আনবেন না। Photo- Representative
advertisement
6/8
কোনও গাছ যদি নিজে থেকে জন্মাতে শুরু করে জ্যোতিষ মতে যদি আপনার বাড়ির সামনে কোনও গাছের চারা নিজে নিজে উঠতে শুরু করে দেয় তবে এটা আগামী শুভ সময় আসার সঙ্কেত। এটার অর্থ এই যে আপনার বাড়িতেও ধন-সম্পত্তি ধীরে ধীরে এবার বাড়তে শুকু করে দেবে এবং দরিদ্রতা চিরজীবনের জন্য শেষ হয়ে যাবে। Photo- Representative
advertisement
7/8
 কাজে বাইরে যাওয়ার সময় যদি কোনও ব্যক্তির হাতে জলে ভরা ঘটি দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এর মানে হল যে কাজটির জন্য আপনি বাড়ি থেকে বেরিয়েছেন তা শীঘ্রই শেষ হতে চলেছে।Photo- Representative
advertisement
8/8
এ ছাড়া ‌রাস্তায় গরুকে ঘাস খেতে দেখাও ইতিবাচক লক্ষণ হিসেবে বিবেচিত হয়। Disclaimer: এই প্রতিবেদনে প্রকাশিত খবরের কোনও পুষ্টি News 18 Bangla করে না৷ এটা সম্পূর্ণ প্রচলিত মতের ভিত্তি থেকে নেওয়া৷ যদি পুরোপুরি ফল পেতে চান তাহলে বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips: ‘‘আমি কি বড়লোক হব?’’ জ্যোতিষ শাস্ত্র মতে মা লক্ষ্মী নিজেই দেন ইঙ্গিত
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল