TRENDING:

Astrology: সম্পর্কে টানাপড়েন লেগেই থাকে! ১৪ দিন শিবলিঙ্গে অর্পণ করুন ২ জিনিস, জটিলতা কাটিয়ে বাড়বে প্রেম

Last Updated:
Astrology: প্রেমের সম্পর্কে তৈরি হয়েছে নানা জটিলতা। ভেঙে যেতে বসা সম্পর্ক জোড়া লাগান শিবলিঙ্গে এই দুটি জিনিস অর্পণ করুন।
advertisement
1/6
সম্পর্কে টানাপড়েন লেগেই থাকে! ১৪ দিন শিবলিঙ্গে অর্পণ করুন ২ জিনিস, কাটবে জটিলতা
*প্রেমের সম্পর্কে তৈরি হয়েছে নানান জটিলতা। কিছুতেই সতেজ হতে পারছে না সম্পর্ক। ভেঙে যেতে বসা সম্পর্ক জোড়া লাগান শিবলিঙ্গে এই দুটি জিনিস দিয়ে। প্রতিবেদনঃ অনন্যা দে। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*জ‍্যোতিষবিদ বিনোদ তিওয়াড়ির কথায়, ভক্তি মনে নিজের সমস‍্যা দেবাদিদেব মহাদেবকে জানালে তা সমাধানের পথ বের হয়। মহাদেব ভক্তদের ডাক উপেক্ষা করতে পারেন না। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*প্রেমের সম্পর্ক বা বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে দাঁড়ালেই সোমবার করে শিবলিঙ্গের অভিষেক করতে হবে দুধ ও মধু দিয়ে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*বিনোদ তিওয়াড়ি জানান, "সোমবার পছন্দের দিন মহাদেবের। এ দিন শিবলিঙ্গের অভিষেক করালে মনের কষ্ট দূর হয়। সম্পর্ক ভাঙার মুখে দাঁড়ালে শিবলিঙ্গের অভিষেক করুন দুধ ও মধু দিয়ে।" সংগৃহীত ছবি।
advertisement
5/6
*দু-সপ্তাহ এই অভিষেক করলেই মিলবে সুফল। এমনিতেও দুধ দিয়ে শিবরাত্রিতে অভিষেক করানো হয় শিবলিঙ্গ। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*কথিত আছে মহাদেব ঠান্ডা হন এই অভিষেকের পর। বিনোদ তিওয়াড়ির কথায়, দুধ শীতলতা এনে দেয়।,মধু বাড়ায় সম্পর্কের মিষ্টতা। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: সম্পর্কে টানাপড়েন লেগেই থাকে! ১৪ দিন শিবলিঙ্গে অর্পণ করুন ২ জিনিস, জটিলতা কাটিয়ে বাড়বে প্রেম
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল