Astrology: সম্পর্কের রঙ ফিকে হয়েছে? উপহার দিন এই রত্ন! প্রিয় মানুষের ভালবাসা-প্রেমে ভরবে জীবন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Astrology: বেশকিছু ধাতু এবং রত্ন রয়েছে যা বিভিন্ন রাশির ক্ষেত্রে ভালবাসা বা সর্ম্পকের উন্নতিতে দারুণ ভূমিকা পালন করে। জ্যোতিষ শাস্ত্রে ময়সানাইট, রুবি, পান্না, নীলা, ওপাল এবং মুক্ত বিভিন্ন ভাবে কাজে আসে।
advertisement
1/9

*বেশকিছু ধাতু এবং রত্ন রয়েছে যা বিভিন্ন রাশির ক্ষেত্রে ভালবাসা বা সর্ম্পকের উন্নতিতে দারুণ ভূমিকা পালন করে। নিজের কাছের মানুষকে এই সমস্ত রত্ন বা ধাতুর গহনা উপহার দিলে সম্পর্ক হতে পারে আরও গভীর।
advertisement
2/9
*অভিজ্ঞ জ্যোতিষ শাস্ত্রবিদ পন্ডিত আলোক শাস্ত্রী জানান, জ্যোতিষ শাস্ত্রে ময়সানাইট, রুবি, পান্না, নীলা, ওপাল এবং মুক্ত বিভিন্ন ভাবে কাজে আসে। এগুলি বিভিন্ন সম্পর্ক এবং বিভিন্ন রাশির জন্য গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত।
advertisement
3/9
*হীরের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় ময়সানাইট। এটি ভালবাসা বাড়িয়ে তুলতে পারে কয়েকগুণ। মীন, কুম্ভ, মিথুন এবং তুলারাশির ক্ষেত্রে এটি অনেকটাই লাভদায়ক। রিং কিংবা কানের দুল হিসেবে এটি ব্যবহার করা ভাল।
advertisement
4/9
*জ্যোতিষ শাস্ত্রমতে, রুবি মেষ ও বৃশ্চিক রাশির জন্য ভাল বলে প্রমাণিত। এটি উচ্চতর জীবনীশক্তি ও আবেগের প্রতীক হিসেবে ব্যবহার হয়। এই রত্ন উপহার দিলে সম্পর্কের উন্নতি ঘটে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়িয়ে দেয়।
advertisement
5/9
*পান্না প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে জ্যোতিষ শাস্ত্রে। পান্না রত্ন উপহার দিলেও সম্পর্কের উন্নতি হয়ে থাকে। এটি উপহার দিলে পারস্পরিক সম্পর্ক আরও বিকশিত হয়। ফলে দু'পক্ষের সম্পর্কের গভীরতা বাড়ে অনেকটাই।
advertisement
6/9
*প্রাচীণ জ্যোতিষশাস্ত্রে নীলার ব্যবহারও রয়েছে অনেক। নীলা মূলত কোমলতার প্রতীক। তাই এই রত্ন উপহার দিলে সম্পর্কের মধ্যে সততা বৃদ্ধি পায় অনেকটাই। এ ছাড়াও দু'পক্ষের সম্পর্কের মধ্যে গভীরতা বেড়ে ওঠে।
advertisement
7/9
*ওপাল সম্পর্কে বন্ধনকে অনেকটাই অনুপ্রাণিত করে বলে প্রমাণিত। তাই ওপাল রত্নের কোন জিনিস উপহার দিলে সম্পর্কের মধ্যে আবেগ বৃদ্ধি পায়। ফলে নিজের প্রিয়জনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটে বলে প্রমাণিত।
advertisement
8/9
*মুক্ত কর্কট ও মীন রাশির জন্য অনেকটাই উপকারী বলে প্রমাণিত। মুক্ত নিজের প্রিয়জনকে উপহার দিলে সর্ম্পকের পবিত্রতা বৃদ্ধি পায় এবং আজীবন সর্ম্পকের বন্ধন অবিচ্ছিন্ন থাকে বলেই প্রমাণিত জ্যোতিষমতে।
advertisement
9/9
*এই রত্নগুলি ব্যবহার কিংবা উপহার দেওয়ার ফলে নিজের প্রিয়জন যেমন খুশি হয়। তেমনই এই রত্ন গুলি সম্পর্কের উন্নতি ঘটাতে ও সম্পর্ক দীর্ঘস্থায়ী করে তুলতেও দারুণ ভূমিকা পালন করে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: সম্পর্কের রঙ ফিকে হয়েছে? উপহার দিন এই রত্ন! প্রিয় মানুষের ভালবাসা-প্রেমে ভরবে জীবন