Astrology Tips - Ghost: মৃত প্রিয় মানুষের পোশাক পরছেন? বাড়িতে রেখেছেন? ভয়ানক বিপদ থেকে বাঁচতে জানুন জ্যোতিষীর মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Astrology Tips - Ghost: মৃত ব্যক্তির পোশাক পরলে কী হয় জানেন? বাড়িতে রাখলেও ঘটতে পারে ভয়াবহ কাণ্ড! জানুন
advertisement
1/6

জন্ম হলে মৃত্যু অবধারিত। যতই কষ্ট হোক না আমাদের প্রিয় মানুষকে একদিন কালের গর্ভে ছেড়ে দিতে হবে। প্রিয় কেউ মারা গেলে সেই শোক সামলে ওঠার পর কিছু প্রশ্ন দেখা যায় পরিবারের লোকেদের মনে। তারমধ্যে অন্যতম হল মৃত মানুষের পোশাক নিয়ে কি করা উচিত?
advertisement
2/6
অনেকেই মনে করেন যে মৃত মানুষের পোশাক জীবিত কারও পরা উচিত নয় । এই ব্যাপারে বিশিষ্ট জ্যোতিষী পূবালী শাস্ত্রী জানান, যখন কেউ মারা যান আমরা তখন তার স্মৃতির সঙ্গে যুক্ত হতে পারি। কিন্তু মৃত মানুষের সামগ্রী ব্যবহার করলে আমরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি।
advertisement
3/6
যখন কোনও আত্মা নিজের শরীর ত্যাগ করে থাকেন, তখন পরিবারের সদস্যদের সেই ব্যক্তির পোশাক সহ অন্যান্য জিনিস দান করে দেওয়া উচিত অথবা জ্বালিয়ে দেওয়া উচিত। এর পিছনে কারণও রয়েছে।
advertisement
4/6
যে আত্মা দেহ ত্যাগ করেছে সে তার জামাকাপড় এবং অন্যান্য প্রিয় জিনিসের গন্ধের মাধ্যমে তার পরিবার এবং তার বাড়িকে চিনতে পারে। অতএব, যদি সেই জিনিসগুলি পোড়ানো না হয় বা দান করা না হয়, তবে মৃত্যুর পরেও সেই আত্মা তার পরিবারের প্রতি আসক্তি ত্যাগ করতে সক্ষম হয় না এবং সেখানে ঘুরে বেড়ায়।
advertisement
5/6
যার কারণে সে এই জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে না। মৃত ব্যক্তির পোশাক ছাড়াও তাদের পছন্দের জিনিস যেমন পেন, মোবাইল বা অন্যান্য দামি জিনিস ব্যবহার করা উচিত নয়। এই জিনিসগুলি ঘরে নেতিবাচকতাও ছড়িয়ে দেয়। বিজ্ঞানীরাও মৃত ব্যক্তির পোশাক বা অন্যান্য জিনিস ব্যবহার করতে নিষেধ করেছেন।
advertisement
6/6
বিজ্ঞানীদের মতে, একজন মানুষ যখন মারা যায়, তার আগে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে সে খুবই দুর্বল হয়ে পড়ে। তার শরীরে অনেক সূক্ষ্ম ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রবেশ করেছে, যা খালি চোখে দেখা যায় না। এমতাবস্থায় ওই ব্যক্তির মৃত্যুর পরও সেই ব্যাকটেরিয়া জামাকাপড় ও অন্যান্য জিনিসে থেকে যায়। যার কারণে পরিবারের সদস্যরা যারা এগুলো পরেন তারাও ওই রোগের শিকার হতে পারেন অথবা তার শরীরে ব্যাকটেরিয়া ঢুকে যায়, তাই মৃত ব্যক্তির কাপড় ব্যবহার না করাই উচিত। (তথ্য: পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips - Ghost: মৃত প্রিয় মানুষের পোশাক পরছেন? বাড়িতে রেখেছেন? ভয়ানক বিপদ থেকে বাঁচতে জানুন জ্যোতিষীর মত