TRENDING:

Astrology Tips: সংসারে অশান্তি থামছেই আছে, হওয়া কাজ পণ্ড হচ্ছে, নেতিবাচক শক্তি দূর করে লবঙ্গের ছোট্ট ব্যবহার

Last Updated:
Clove Astrology: বহু চেষ্টার পর  থামছে না পারিবারিক কলহ। এমনকি বহু চেষ্টা সত্বেও হয়ে যাওয়া কাজ হচ্ছে না। তাহলে আপনার সমস‍্যা সমাধান করবে লবঙ্গ...
advertisement
1/5
সংসারে অশান্তি থামছেই আছে, হওয়া কাজ পণ্ড হচ্ছে, নেতিবাচক শক্তি দূর করে লবঙ্গ
*বহু চেষ্টার পরও থামছে না পারিবারিক কলহ! এমনকি বহু চেষ্টা সত্বেও হয়ে যাওয়া কাজ বারে বারে পণ্ড হচ্ছে! তাহলে আপনার সমস‍্যার সমাধান করবে লবঙ্গ। এমন পরামর্শ দিলেন জ‍্যোতিষবিদ পণ্ডিত মনোজ তিওয়ারি।
advertisement
2/5
*লবঙ্গ দিয়ে হবে নেতিবাচক শক্তি দূর। জ্যোতিষবিদ জানিয়েছেন, "নেতিবাচক শক্তি আমাদের জীবনকে অসহনীয় করে তোলে। ঝগড়া, অশান্তি, কাজে বাধা লেগেই থাকে, মন ভেঙে যায়। চাপা আতঙ্কের সৃষ্টি হয় মনে। সব কথা নেতিবাচক মনে হয়। ঘরোয়া একটি উপকরণে দিয়েই নেতিবাচক শক্তির প্রভাব কমানো সম্ভব।"
advertisement
3/5
*পণ্ডিতজী জানিয়েছেন, ঘরে লবঙ্গ থাকে। এই লবঙ্গ নেতিবাচক শক্তি দূর করতে দারুন কার্যকরী। শুধু জানতে হবে লবঙ্গের ব‍্যবহার। অনেক পরিশ্রম করার পরেও দেখা যায় হওয়া কাজ হচ্ছে না। দীর্ঘদিন ধরে কোনও কাজ আটকে থাকলে পান পাতায় লবঙ্গ, এলাচ ও সুপরি মুড়ে গণেশকে অর্পণ করতে হবে। প্রতি বুধবার করে এমন করলে সমস্ত কাজে বাধা দূর হবে এবং সাফল্য আসতে পারে।
advertisement
4/5
*বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করতে হলে শনিবার সন্ধ‍্যায় ৫টি লবঙ্গ, কর্পূর ও ৩টি বড় এলাচ পোড়াতে হবে। তারপর তা সারা সেই ধোঁয়া দিতে হবে।
advertisement
5/5
*বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে তা জ্বলাতে হবে। এতে বাড়ির পরিবেশ শান্ত হয় এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology Tips: সংসারে অশান্তি থামছেই আছে, হওয়া কাজ পণ্ড হচ্ছে, নেতিবাচক শক্তি দূর করে লবঙ্গের ছোট্ট ব্যবহার
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল