Astrology : ২০২৫-এ এই রঙের পোশাক পরলেই খুলবে ভাগ্য! বাধা-বিপদ কাটাতে করুন এই কাজ
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Astrology: ২০২৫ কোন রাশির কেমন কাটবে? কোন পুজো করলে কাটবে বাধা! জানুন জ্যোতিষীর মত
advertisement
1/5

দেখতে দেখতে শেষের মুখে আরও একটা বছর। বিদায় নেবে ২০২৪ সাল। নতুন আশা, নতুন চমক নিয়ে হাজির হবে ২০২৫। কিন্তু নতুন বছরটা কেমন যাবে? নতুন বছরে বিপদ কোথায়? জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ জয়দেব শাস্ত্রী।
advertisement
2/5
তিনি বলছেন, ২০২৫ সালের মূলাঙ্ক ৯। তাই এই বছরটি মঙ্গলের। আর সেই কারণে নতুন বছরে ছোট ছোট কিছু কাজ করলেই আসবে সাফল্য। সমস্ত রাশির জাতকরা এই বছরটিতে বিভিন্নভাবে উপকৃত হবেন।
advertisement
3/5
জয়দেব বাবু সাবধান করে বলেছেন, ২০২৫ সালে একেবারেই অলসতাকে স্থান দেওয়া যাবে না। কোন কাজ পরের দিনের জন্য ফেলে রাখা উচিত হবে না। তাহলেই এই বছরে পিছিয়ে পড়তে হবে। তাই উচিত সমস্ত কাজ উদ্যমের সঙ্গে শেষ করা।
advertisement
4/5
তিনি বলছেন যেহেতু এই বছরটি মঙ্গলের, তাই এই বছরে লাল রং খুব শুভ প্রভাব ফেলবে। বছরের প্রথম দিনটি লাল রঙের পোশাক পরিধান করে শুরুর পরামর্শ দিয়েছেন তিনি।
advertisement
5/5
জয়দেববাবু জানিয়েছেন, ২০২৫ সাল মঙ্গলের বছর। তাই এই বছরে পবন পুত্র হনুমানের পুজো করে সুফল পাওয়া যাবে। কোন কাজে বাধার সম্মুখীন হলে বজরংবলীর পুজোর পরামর্শ দিয়েছেন তিনি। তাহলেই মিটবে সমস্যা। দৌড়োবে ভাগ্য।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology : ২০২৫-এ এই রঙের পোশাক পরলেই খুলবে ভাগ্য! বাধা-বিপদ কাটাতে করুন এই কাজ