TRENDING:

Astrology: এপ্রিলেই সম্পদের দাতা শুক্রের মার্গী! সোনালি দিন আসছে ৩ রাশির, টাকার বন‍্যা, ইনক্রিমেন্টের সঙ্গে প্রোমোশন

Last Updated:
Shukra Margi Rashifal: ১৩ এপ্রিল মীন রাশিতে মার্গী হতে চলেছে শুক্রদেবের। শুক্র গ্রহকে ঐশ্বর্য-ঐশ্বর্য, ধন, বিলাসিতা এবং সুখ-সুবিধার কারক বলা হয়। এই গ্রহের শুভ যোগ জাতক জাতিকাদের ভৌত সুখ প্রদান করে।
advertisement
1/10
এপ্রিলেই সম্পদের দাতা শুক্রের মার্গী! সোনালি দিন আসছে ৩ রাশির, টাকার বন‍্যা
জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকে অত‍্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এপ্রিল মাসে। এই মাসে স্থান পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। গ্রহের গোচরের বড় প্রভাব পড়তে চলেছে ১২ টি রাশির জাতক জাতিকার উপরে।
advertisement
2/10
১৩ এপ্রিল মীন রাশিতে মার্গী হতে চলেছে শুক্রদেবের। শুক্র গ্রহকে ঐশ্বর্য-ঐশ্বর্য, ধন, বিলাসিতা এবং সুখ-সুবিধার কারক বলা হয়। এই গ্রহের শুভ যোগ জাতক জাতিকাদের ভৌত সুখ প্রদান করে।
advertisement
3/10
শুক্র গ্রহের বর্তমানে মীন রাশিতে বক্রি চলছে। প্রায় ৪৩ দিন এই অবস্থায় থাকার পর তারা ১৩ এপ্রিল মার্গী হতে চলেছে। অর্থাত্‍ ফের সোজা পথে চলতে শুরু করবে শুক্র।
advertisement
4/10
এই গমনের কারণে তিনটি রাশির বিরাট লাভ হতে চলেছে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাওয়ার পাশপাশি অপরিসীম ধন-সম্পদ পাওয়ার যোগ রয়েছে। জেনে নেওয়া যাক, সৌভাগ‍্যবান হতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকারা।
advertisement
5/10
বৃষ রাশি: শুক্রের মার্গীতে ভাল সময় আসতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে। ১৩ এপ্রিলের পর এই রাশির জাতক জাতিকাদের কপালে ধনযোগ। আর্থিক অবস্থা দ্রুত উন্নতি করবে।
advertisement
6/10
বিনিয়োগের জন‍্যও ভাল সময়। সমাজে মান-সম্মান বাড়বে। সামাজিক প্রতিষ্ঠানে পদ পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক পুরস্কার পাওয়ার সম্ভাবনা। সম্পর্কগুলিতে আবেগগতভাবে আপনি বেশি সংযুক্তি অনুভব করবেন।
advertisement
7/10
তুলা রাশি: শুক্রের গমন তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্যও ইতিবাচক হতে চলেছে। চাকরিজীবীদের জন‍্যে আসতে চলেছে ভাল সময়। ভাল ইনক্রিমেন্টের সঙ্গে প্রোমোশন পাওয়ার সম্ভাবনা।
advertisement
8/10
ব্যবসার সম্প্রসারণ করতে পারেন। তারা নতুন স্থানে ফ্র্যাঞ্চাইজি শুরু করতে পারেন। কোনও পুরানো বন্ধুর সঙ্গে দীর্ঘ সময় পর হঠাৎ সাক্ষাৎ হতে পারে, যার ফলে পরিবারে খুশির পরিবেশ থাকবে।
advertisement
9/10
মিথুন রাশি: শুক্রের মার্গী মিথুন রাশির জাতক জাতিকাদের জন‍্য অনুকূল হতে চলেছে। ১৩ এপ্রিলের পর কোনও পুরানো বিনিয়োগ থেকে আকস্মিক ধনলাভ হতে পারে। আপনার দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করবে।
advertisement
10/10
ব্যক্তিত্বে উন্নতি দেখা যাবে এবং উত্সাহ-উদ্দীপনায় ভরপুর থাকবেন। চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন এমন জাতকদের জন্য সোনালী সময় থাকবে। ভাল প্যাকেজের সঙ্গে চাকরির অফার লেটারও পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: এপ্রিলেই সম্পদের দাতা শুক্রের মার্গী! সোনালি দিন আসছে ৩ রাশির, টাকার বন‍্যা, ইনক্রিমেন্টের সঙ্গে প্রোমোশন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল