TRENDING:

Mole Position| Astrology|| মেয়েদের শরীরের কোথায় তিল থাকা কীসের ইঙ্গিত? কী বলছে জ্যোতিষশাস্ত্র? জেনে নিন

Last Updated:
Mole Position: শরীরের কিছু অংশে তিল থাকলে সেটাকে শুভ বলে গণ্য হয়। আবার কিছু অংশে তিল থাকলে তা অশুভ বলে মানা হয়। জন্মের সময় থেকে অনেক তিল থাকে, আবার জন্মের পর তিল হতে পারে শরীরে।
advertisement
1/8
মেয়েদের শরীরের কোথায় তিল থাকা কীসের ইঙ্গিত? কী বলছে জ্যোতিষশাস্ত্র? জেনে নিন
*জ্যোতিষশাস্ত্র মতে, অনেক ক্ষেত্রে ভাগ্য নির্ভর করে শরীরে তিলের উপর। শরীরের কিছু অংশে তিল থাকলে সেটাকে শুভ বলে গণ্য হয়। আবার কিছু অংশে তিল থাকলে তা অশুভ বলে মানা হয়। জন্মের সময় থেকে অনেক তিল থাকে, আবার জন্মের পর তিল হতে পারে শরীরে। এই প্রতিবেদনে আলোচনা করা হল নারীদের দেহের কোন অংশে তিল থাকা ভাল। প্রতীকী ছবি। 
advertisement
2/8
*ভ্রুতে তিল: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারুর যদি ভ্রুর মাঝখানে তিল থাকে, তাহলে তাকে খুব সৌভাগ্যবান বলে মনে করা হয়। ভ্রুর মাঝখানে তিল থাকলে নাকি টাকা-পয়সার অভাব হয় না। প্রতীকী ছবি। 
advertisement
3/8
*কপালে তিল: কোনও মানুষের কপালে তিল থাকলে তা সৌভাগ্যের লক্ষণ‌ বলে মনে করা হয়। তাই এমন মানুষ যাদের কপালে তিল রয়েছে, তারা সব কাজেই সাফল্য পায় বলে মনে করা হয়। প্রতীকী ছবি। 
advertisement
4/8
*চিবুকে তিল: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চিবুকের উপর তিল রয়েছে যাঁদের, তাঁরা খুব ভাগ্যবান হন। চিবুকের ওপর তিল থাকা ভাল‌ লক্ষণ। যাদের চিবুকের উপর তিল রয়েছে তাদের নাকি কখনও কোনও জিনিসের অভাব হয় না। প্রতীকী ছবি। 
advertisement
5/8
*ঘাড়ে তিল: যাদের ঘাড়ে তিল রয়েছে তারা অন্যদের থেকে অনেক বেশি ধৈর্য্যশীল বলে জ্যোতিষশাস্ত্র। এই মহিলারা পরিবারের সদস্যদের জন্যও ভাগ্যবান মনে করা হয়। প্রতীকী ছবি। 
advertisement
6/8
*কোমরে তিল: কোমরে যাদের তিল থাকে, তারা কখনও ব্যর্থ হন না। এমনকি কখনও অর্থের অভাবও হয় না। প্রতীকী ছবি। 
advertisement
7/8
*কাঁধে তিল: জ্যোতিষশাস্ত্র মতে, কাঁধে তিল থাকলে তিনি নাকি বিলাসবহুল জীবনযাপন করতে পারে। এই ধরনের লোকেরা বিলাসবহুল জীবনযাপন করতেই বেশি ভালবাসে। প্রতীকী ছবি। 
advertisement
8/8
*ডান পায়ে তিল: যাদের ডান পায়ে তিল থাকে তার খুব বুদ্ধিমান হন বলে মনে করা হয়। অনেক জটিল কাজ তাঁরা খুব সহজেই করে ফেলেন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Mole Position| Astrology|| মেয়েদের শরীরের কোথায় তিল থাকা কীসের ইঙ্গিত? কী বলছে জ্যোতিষশাস্ত্র? জেনে নিন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল