Astrology: ষষ্ঠ ও অষ্টম ঘরে মঙ্গল ও শনি যোগ! এই তিন রাশির ভাগ্যে কী ঘটতে চলেছে? জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Astrology: শনি তার উপরে আবার মঙ্গল! এই বিশেষ যোগে বদলে যাবে তিন রাশির জীবন! জানুন জ্যোতিষীর মত
advertisement
1/6

মঙ্গল হল গ্রহের সেনাপতি এবং শনি হল কর্মের দেবতা। মঙ্গল শুধুমাত্র রাশিচক্রকে প্রভাবিত করে না বরং দেশ ও বিশ্বকেও প্রভাবিত করে। যেখানে শনিদেব কর্ম অনুসারে শুভ ও অশুভ ফল দেন। বর্তমানে শনি কুম্ভ রাশিতে এবং মঙ্গল কর্কট রাশিতে।
advertisement
2/6
জ্যোতিষবীদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন, শনিদেব ২৯ মার্চ ২০২৫ পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবেন। মঙ্গল ৭ ডিসেম্বর কর্কট রাশিতে পিছিয়ে যাবে এবং ২১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এই রাশিতে থাকবে। মঙ্গল এবং শনি একে অপরের থেকে ষষ্ঠ এবং অষ্টম ঘরে উপস্থিত থাকবে।
advertisement
3/6
ষষ্ঠ ও অষ্টম ঘরে মঙ্গল ও শনি অবস্থান করলে এই সময়ে ষড়ষ্টক যোগ গঠিত হবে। আসলে, এই যোগ জ্যোতিষশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না। তবে এবার শনি-মঙ্গল একসঙ্গে অনেক রাশির জন্য ভাল করবে।
advertisement
4/6
মেষ রাশি- শনি-মঙ্গলের ষড়ষ্টক যোগ মেষ রাশির জাতকদের দাম্পত্য জীবনে উপকারী হবে। পরিবারে সুখ ও সমৃদ্ধিও থাকবে। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা থাকবে।
advertisement
5/6
তুলা রাশি- তুলা রাশির জাতকদের আর্থিক সমস্যা দূর করতে ষড়ষ্টক যোগ উপকারী প্রমাণিত হবে। শনি ও মঙ্গল গ্রহের আশীর্বাদে আপনি বড়দের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। স্থবির কাজ গতি পাবে এবং ভাগ্য আপনার পক্ষে হতে শুরু করবে।
advertisement
6/6
কুম্ভ রাশি- মঙ্গল ও শনির ষড়ষ্টক যোগের কারণে কুম্ভ রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে সুফল পাবেন। চাকরি ও ব্যবসায় লাভ হবে এবং আয় বৃদ্ধি পাবে। বিনিয়োগ ইত্যাদির জন্যও এই সময়টি শুভ হবে।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: ষষ্ঠ ও অষ্টম ঘরে মঙ্গল ও শনি যোগ! এই তিন রাশির ভাগ্যে কী ঘটতে চলেছে? জানুন