Two Whirls In Head: মাথার চুলে দু'টি ঘূর্ণি? জ্যোতিষে এর অর্থ কী জানেন? কেমন হয় এই ধরনের মানুষ, আপনারও আছে নাকি
- Published by:Teesta Barman
Last Updated:
Two Whirls In Head: ছোটবেলায় সন্তানদের মাথায় দু’টি ঘূর্ণি থাকলেই চিন্তিত হয়ে পড়তেন। সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে পুজো-আচ্চা করতে শুরু করতেন তাঁরা। যেন সংসারে অশান্তি না আসে।
advertisement
1/7

অনেকের মাথায় চুলের গোছ এমন হয় যে উপর থেকে দেখলে মনে হয়, মাথার দু’পাশে দু’টি ঘূর্ণি তৈরি হয়েছে। চুলগুলি গোল হয়ে পাকিয়ে থাকে সেখানে। কারও কারও ধারণা এর বিশেষ অর্থ হয়েছে, যাঁদের চুল এরকম দু’বার পাকিয়ে গোল হয়ে থাকে, তাঁদের নাকি দু’বার বিয়ে হয়।
advertisement
2/7
ছোটবেলায় সন্তানদের মাথায় দু’টি ঘূর্ণি থাকলেই চিন্তিত হয়ে পড়তেন। সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে পুজো-আচ্চা করতে শুরু করতেন তাঁরা। যেন সংসারে অশান্তি না আসে।
advertisement
3/7
কিন্তু এই ধারণার সত্যতা কতখানি? ন্যাশনাল হিউম্যান জিনোম রিসার্চ ইনস্টিটিউট (NHGRI)-র বক্তব্য অনুযায়ী, চুলে এই ধরনের ঘূর্ণি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে জিন। বংশ পরম্পরায় মানুষের মাথায় দু’টি বা একটি করে ঘূর্ণি তৈরি হয়।
advertisement
4/7
তবে হ্যাঁ, দু’টি ঘূর্ণি খানিক বিরল বটে। অনেকের মাথায় তো আবার তিনটি থাকে। সেটি আরও বিরল। তবে এতে অস্বাভাবিক কিছু নেই। শরীরের এক ধরনের বৈশিষ্ট্য মাত্র।
advertisement
5/7
কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুসারে যাঁদের দু’টি ঘূর্ণি আছে, তাঁরা সৌভাগ্যের অধিকারী। সোজাসুজি কথা বলা, ধৈর্যশীল, সবার সঙ্গে মিলেমিশে থাকা এবং পরোপকার করার স্বভাব রয়েছে।
advertisement
6/7
ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন তাঁরা। আশপাশের মানুষকে খুশি করার চেষ্টা করেন ক্রমাগত। তবে হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞের মতে, এই ধরনের বৈশিষ্ট্য থাকলে দু’টি বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
7/7
আর এর ফলে বিবাহবিচ্ছেদের সম্ভাবনাও থাকবে। তবে এই ধরনের ঘটনার কোনও সত্যতা নিয়ে কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। কোনও বৈজ্ঞানিক কারণ নেই। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Two Whirls In Head: মাথার চুলে দু'টি ঘূর্ণি? জ্যোতিষে এর অর্থ কী জানেন? কেমন হয় এই ধরনের মানুষ, আপনারও আছে নাকি