Lucky and Unlucky Sign on Palm: আপনার হাতেও কি রয়েছে এই বিরল, অশুভ চিহ্ন? সর্বনাশ! চোখের জলে জীবন হবে জেরবার
- Published by:Rachana Majumder
Last Updated:
Lucky and Unlucky Sign on Palm: হৃদয়রেখা, জীবনরেখা এবং মস্তিষ্ক রেখা মাঝখান থেকে ভেঙে যাওয়া খুবই অশুভ বলে মনে করা হয়।
advertisement
1/9

হাতের রেখা শুধু ভাগ্যই বলে দিতে পারে না চিনিয়ে দিতে পারে ব্যক্তিত্বও। জ্যোতিষশাস্ত্র বলে, হাতের রেখা দিয়ে মানুষের ব্যক্তিত্ব চিনে নেওয়া যায়। এই শাস্ত্র অনুযায়ী আপনি মানুষটা কেমন, তা আপনার হাত দেখেই বলে দিতে পারেন বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্রজ্ঞরা।
advertisement
2/9
হাতের তালুতে জীবনরেখা থেকে বেরিয়ে আসা একটি সরল রেখা বৃহস্পতি পর্বতের দিকে যায়, তাকে পতাকা চিহ্ন বলে। হাতের এই ধরনের রেখা খুব শুভ বলে মনে করা হয়। এই লোকেরা জীবনে সম্মানই শুধু নয়, প্রচুর অর্থ পান।
advertisement
3/9
বৃহস্পতির ক্ষেত্রে যাঁদের হাতে তারা চিহ্ন থাকে, তাঁরা খ্যাতির নিরিখে জীবনে অনেকটা উপরে উঠতে সক্ষম হন।
advertisement
4/9
শনির ক্ষেত্রে যদি তারাচিহ্ন থাকে, তা হলে সেই ব্যক্তি জীবনে সম্মান এবং প্রতিষ্ঠা অর্জন করলেও তার মতো ভাগ্যহীন বিরল।
advertisement
5/9
মঙ্গলের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে মনের উদারতা এবং সংকল্পের দৃঢ়তা জাতক-জাতিকার জীবনে সাফল্য এনে দেয়।
advertisement
6/9
রাহুর ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে জাতক-জাতিকা সম্মান লাভ করেন।
advertisement
7/9
হৃদয়রেখা, জীবনরেখা এবং মস্তিষ্ক রেখা মাঝখান থেকে ভেঙে যাওয়া খুবই অশুভ বলে মনে করা হয়।
advertisement
8/9
যখন হাতের তালুতে ছোট ছোট রেখাগুলো একে অপরকে অতিক্রম করে জালের মতো চিহ্ন তৈরি করে। এই চিহ্ন নেতিবাচকতা, সমস্যা, অশুভ ইঙ্গিত দেয়।
advertisement
9/9
এই প্রতিবেদনে দেওয়ার সমস্ত তথ্য জ্যোতিষের নিজস্ব। নিউজ ১৮ বাংলা এ কোনও তথ্য নিশ্চিত করে না। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Lucky and Unlucky Sign on Palm: আপনার হাতেও কি রয়েছে এই বিরল, অশুভ চিহ্ন? সর্বনাশ! চোখের জলে জীবন হবে জেরবার