Vastu Tips: রোজের অশান্তি? বাড়ির পাপোশের নীচে রাখুন 'ছোট্ট' এই জিনিস! কেটে যাবে সব বিপত্তি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
পাপোশের রং নির্বাচন করুন বাস্তু মেনে।
advertisement
1/7

বাড়ির কোনদিকে এবং কীভাবে পাপোশ রাখেন? বাস্তুশাস্ত্রমতে, আপনার ভাগ্য কেমন হবে, তার অনেকটাই নির্ভর করে আপনি কোনদিকে পাপোশ রাখছেন তার উপর। বাস্তু অনুসারে, সঠিক ভাবে রাখলে শরীর সুস্থ থাকে, জীবনে টাকা-পয়সার কোনও অভাব হয় না, সব কাজেই সাফল্য মেলে। অন্যদিকে, ভুল হলে জীবনে ভোগান্তির শেষ থাকে না। নেগেটিভ শক্তিতে জীবন ভরে ওঠে। অভাব-অনটন পিছু ছাড়ে না।
advertisement
2/7
বাস্তুশাস্ত্র অনুসারে ডোরম্যাট আয়তাকার হওয়া উচিত। এতে পরিবারের সদস্যদের সম্পর্ক মজবুত হয়।
advertisement
3/7
অনেক সময়েই বাড়িতে কলহ হয়। তাই অশান্তির পরিবেশ থেকে দূরে থাকতে পাপোশের নীচে কালো কাপড়ে কর্পূর বেঁধে রাখুন।
advertisement
4/7
রাহু-কেতুর সমস্যা থেকে মুক্তি পেতে রোজ ঘরে কর্পূর জ্বালাতে পারেন।
advertisement
5/7
আপনি যদি আপনার জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে কর্পূরের মাধ্যমে প্রতিকারের চেষ্টা করুন। এক টুকরো কর্পূর ঘরের আলমারিতে রাখুন। এতে বাড়িতে অর্থ প্রবাহ বাড়বে। অপ্রয়োজনীয় খরচ কমবে।
advertisement
6/7
পাপোশের রং নির্বাচন করুন বাস্তু মেনে। চেষ্টা করুন হালকা রংয়ের পাপোেশ রাখার
advertisement
7/7
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Vastu Tips: রোজের অশান্তি? বাড়ির পাপোশের নীচে রাখুন 'ছোট্ট' এই জিনিস! কেটে যাবে সব বিপত্তি