Budh Gochar 2024: গুনে গুনে ৮ দিন, আর চিন্তা নেই! টাকার পাহাড়ে চড়বেন, জীবন মুড়বে সোনায়, ঘর থেকে কালো ছায়া সরবে!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Budh Gochar 2024: বুধ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে। এর কারণে কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্য খুলে যেতে পারে। তাঁরা কর্মজীবনে উন্নতি করতে পারেন। জেনে নিন সেই রাশিগুলি কোনটি।
advertisement
1/8

Budh Gochar Effect: বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারিতে সূর্য, বুধ এবং শুক্রের রাশি পরিবর্তন হতে চলেছে। এখানে কেবল বুধ গ্রহের রাশিচক্রের পরিবর্তন নিয়ে কথা বলা হচ্ছে। বুধের গোচর হবে আগামী ২০ ফেব্রুয়ারিতে।
advertisement
2/8
Budh Gochar Effect: এই দিনে বুধ প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে। এর কারণে কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্য খুলে যেতে পারে। তাঁরা কর্মজীবনে উন্নতি করতে পারেন। জেনে নিন সেই রাশিগুলি কোনটি।
advertisement
3/8
Budh Gochar Effect: মকর রাশি- বুধের রাশিচক্রের পরিবর্তন আপনার জন্য উপকারী হতে পারে। এই সময়ে অপ্রত্যাশিত ভাবে অর্থভাগ্য উজ্জ্বল হতে পারে। মানুষের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা বাড়বে। নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হবে।
advertisement
4/8
Budh Gochar Effect: মকর রাশি- আপনার স্বাস্থ্য ভাল থাকবে এই সময়ে। কর্মজীবনে এবং উপার্জনের ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিতে সক্ষম হবেন। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন বলে ব্যবসায় উন্নতি ঘটতে পারে।
advertisement
5/8
Budh Gochar Effect: মিথুন রাশি- আপনার জন্য সুখবর আনতে পারে বুধের এই গোচর। আপনার পরিকল্পনা মাফিক জীবন অতিবাহিত হতে পারে। এই সময়ে আপনার সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে।
advertisement
6/8
Budh Gochar Effect: মিথুন রাশি- চাকরি বদল চেষ্টা করছেন? তাহলে এই সময়টা আপনার জন্য অনুকূল। চাকরিতে পদোন্নতি আটকে থাকলে এই সময়ে উন্নতি করার সম্ভাবনা রয়েছে। দেশবিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে।
advertisement
7/8
Budh Gochar Effect: মেষ রাশি- বুধের গোচর আপনার জীবনে সুখ আনতে পারে। আপনার আয় বৃদ্ধি হতে পারে এই সময়ে। উপার্জনের নতুন উৎসের পথও খুলতে পারে। বিনিয়োগের মাধ্যমেও লাভ করতে পারেন আপনি।
advertisement
8/8
Budh Gochar Effect: মেষ রাশি- এই সময়ে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। কিছু নতুন দায়িত্ব পেতে পারেন চাকরিতে। এই সময়ে স্টক মার্কেট বা লটারির মাধ্যমে অপ্রত্যাশিত ভাবে অনেকটা টাকা হাতে চলে আসতে পারে। (এই প্রতিবেদনের তথ্য জ্যোতিষের থেকে প্রাপ্ত, নিউজ ১৮ বাংলা এর কোনও তথ্য নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Budh Gochar 2024: গুনে গুনে ৮ দিন, আর চিন্তা নেই! টাকার পাহাড়ে চড়বেন, জীবন মুড়বে সোনায়, ঘর থেকে কালো ছায়া সরবে!