Astrology: মঙ্গলের গোচরে ঘুরে যাবে ভাগ্যের মোড়! ক'দিন পরেই রাজা হবে ৩ রাশি, হঠাত্ বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, চাকরিতে প্রোমোশন পাকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mangal Gochar Rashifal: শীঘ্রই স্থান পরিবর্তন করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল। ৬ জুন এই রাশিতে অবস্থান করবেন মঙ্গল দেব।
advertisement
1/7

শীঘ্রই স্থান পরিবর্তন করতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে মঙ্গল। ৬ জুন এই রাশিতে অবস্থান করবেন মঙ্গল দেব।
advertisement
2/7
৭ জুন কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন মঙ্গল দেব। গভীর রাতে ২ টা ২৮ মিনিটে মঙ্গলের গমন সূর্যের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে।
advertisement
3/7
যখনই মঙ্গল তার রাশি পরিবর্তন করে, তখন ১২টি রাশির উপর এর প্রভাব পড়ে। মঙ্গল গ্রহের গমন তিনটি রাশির জাতক জাতিকাদের জন‍্য বিশেষ লাভজনক হতে চলেছে।
advertisement
4/7
মিথুন রাশি: মঙ্গল গ্রহের সিংহ রাশিতে প্রবেশ করার ফলে ভাল সময় আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। অর্থ বৃদ্ধির পথ খুলবে। আটকে থাকা কাজগুলি সম্পন্ন হবে। বাড়ির পরিবারের মধ্যে সুখের পরিবেশ থাকবে।
advertisement
5/7
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন‍্য মঙ্গলের গোচর অত‍্যন্ত লাভজনক হতে পারে। কাজের সাফল্য মিলবে। অর্থ লাভের পথ খুলবে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। বিনিয়োগে ভাল ফলাফল মিলবে। পরিবারের সম্পূর্ণ সহায়তা পাওয়ায় কাজগুলি সম্পন্ন হবে।
advertisement
6/7
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গলের গমনের শুভ প্রভাব হওয়ার সম্ভাবনা। জাতক জাতিকাদের জীবনে বড় সুখ বা কোনও বড় সুখবর আসতে পারে। অর্থ লাভের নতুন মাধ্যম পাওয়া যেতে পারে। সমাজে জাতকদের মান-সম্মান বাড়বে।
advertisement
7/7
চাকরিতে ভাল পারফরম্যান্স করার জন্য সময় খুব শুভ। স্বাস্থ্যের উন্নতি হবে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: মঙ্গলের গোচরে ঘুরে যাবে ভাগ্যের মোড়! ক'দিন পরেই রাজা হবে ৩ রাশি, হঠাত্ বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, চাকরিতে প্রোমোশন পাকা