Surya Grahan 2023: গ্রহণেই উজ্জ্বল ভাগ্য, কপাল খুলবে অক্টোবরে! দেখুন তো তালিকায় আপনার রাশির নাম আছে কিনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
Surya Chandra Grahan 2023 : জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৪ অক্টোবর এই বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এবং ২৯ অক্টোবর বছরের শেষ চন্দ্রগ্রহণ। বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতেও দেখা যাবে৷ এই জোড়া গ্রহণের ফলে সুসময় আসতে চলেছে এই তিন রাশির৷
advertisement
1/5

বছরের শেষ সূর্য এবং চন্দ্র গ্রহণ৷ জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং চন্দ্র গ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে৷ এ বছরে মোট ৪টি গ্রহণ হওয়ার কথা ছিল৷ ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ৷ চলতি বছরের শেষ সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে আগামী মাস অর্থাৎ, অক্টোবরে। পণ্ডিতদের মতে, একই মাসে দুই গ্রহণে ১২টি রাশিই প্রভাবিত হবে। তবে জোড়া গ্রহণের ইতিবাচক প্রভাব পড়বে ৩টি রাশির উপরে। দুই গ্রহণের জেরে এই তিন রাশির জাতকদের বাড়িতে অর্থসম্পদের প্রবাহ বাড়বে এবং শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
advertisement
2/5
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ১৪ অক্টোবর এই বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে এবং ২৯ অক্টোবর বছরের শেষ চন্দ্রগ্রহণ। বছরের শেষ চন্দ্রগ্রহণ ভারতেও দেখা যাবে৷ এই জোড়া গ্রহণের ফলে সুসময় আসতে চলেছে এই তিন রাশির৷
advertisement
3/5
তুলা রাশি: এই রাশির জাতক জাতিকাদের জন্য সুখ বয়ে আনবে অক্টোবর মাস। আপনার সমস্ত মুলতবি থাকা কাজ সুসম্পন্ন হবে৷ চাকরি ও ব্যবসায় অগ্রগতি পাবেন। কর্মক্ষেত্রে কোনও বড় দায়িত্ব পেতে পারেন। পরিবারের সঙ্গেও ভাল সময় কাটবে। বাইরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে এই সময়। অর্থ সংক্রান্ত ভাল খবর পেতে পারেন।
advertisement
4/5
সিংহ রাশি: গ্রহণের প্রভাবে আপনার সময় দারুণ কাটবে৷ কোনও সুসংবাদ পেতে পারেন। চাকরিজীবীদের উন্নতির যোগ রয়েছে। বড় কোনও পদ পাওয়ার সম্ভাবনা। আর্থিক অবস্থা ভাল থাকবে। বাড়িতে একটি নতুন গাড়ি বা পরিবারের নতুন সম্পত্তি বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় লাভবান হবেন। পিতামাতার স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
5/5
মিথুনরাশি: পণ্ডিতদের মতে, এই সূর্যগ্রহণের ফলে এই রাশির জাতকেরা আর্থিক লাভের সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি এবং সমাজে সম্মান বৃদ্ধি হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ভাইবোনের সঙ্গে নতুন কোনও কাজে বিনিয়োগ করতে পারেন। বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে, যাতে পরিবারের সকল সদস্য অংশ নেবেন। (Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্য নিউজ১৮ নিশ্চিত করে না৷ এগুলি মেনে চলার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Surya Grahan 2023: গ্রহণেই উজ্জ্বল ভাগ্য, কপাল খুলবে অক্টোবরে! দেখুন তো তালিকায় আপনার রাশির নাম আছে কিনা