Astrology: সূর্যের পরপর তিনবার গোচর! ফেব্রুয়ারি মাসেই ভাগ্যের চাকা ঘুরে যাবে ৩ রাশির, সোনায় মুড়বে কপাল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
February Garha Gochar: শক্তিশালী গ্রহ সূর্যের গোচরের প্রভাব পড়তে চলেছে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷ তবে সবচেয়ে বেশি লাভবান হবে ৩ রাশির জাতক জাতিকারা
advertisement
1/8

গ্রহরাজ সূর্য প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করেন। ফেব্রুয়ারি মাসে তিনবার গোচর করতে চলেছে গ্রহরাজ সূর্যদেব৷ শক্তিশালী গ্রহ সূর্যের গোচরের প্রভাব পড়তে চলেছে ১২ টি রাশির জাতক জাতিকার উপর৷ তবে সবচেয়ে বেশি লাভবান হবে ৩ রাশির জাতক জাতিকারা৷
advertisement
2/8
বর্তমানে সূর্য মকর রাশিতে অবস্থান করছেন এবং ১৩ ফেব্রুয়ারি ২০২৬-এ সূর্য গোচর করে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। এর পাশাপাশি সূর্য দু’বার নক্ষত্র পরিবর্তনও করবেন৷
advertisement
3/8
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবেন। এরপর ১৩ ফেব্রুয়ারি সূর্যের কুম্ভ রাশিতে গোচর হবে। তারপর ১৯ ফেব্রুয়ারি সূর্য শতভিষা নক্ষত্রে প্রবেশ করবেন। সূর্যের এই তিনটি গোচর সব রাশির উপর প্রভাব ফেলবে। এর মধ্যে তিনটি রাশির জন্য এটি অত্যন্ত শুভ ফলদায়ক হবে।
advertisement
4/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর কর্মজীবনে উন্নতি এনে দেবে। যারা চাকরি পরিবর্তন করতে চান, তাঁদের অপেক্ষার অবসান হবে।
advertisement
5/8
পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগও রয়েছে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা আছে। নতুন কাজ শুরু করার জন্য সময়টি অনুকূল। প্রেমজীবনে ভালবাসা বাড়বে।
advertisement
6/8
ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্য গোচর ইতিবাচক হতে চলেছে৷ শক্তি ও আত্মবিশ্বাস বাড়বে, ভাগ্যের সহায়তাও মিলবে, যার ফলে কাজ দ্রুত সম্পন্ন হবে। কিছু মানুষের জন্য এই সময় ঝুঁকি নিয়ে লাভ অর্জনেরও হতে পারে। সম্পর্কের মধ্যে প্রেম ও আন্তরিকতা বৃদ্ধি পাবে।
advertisement
7/8
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্যও ফেব্রুয়ারি মাস ভাল কাটতে চলেছে সূর্যের প্রভাবে৷ শত্রু গ্রহ শনি’র রাশিতে এসে সূর্য এই রাশির জাতকদের লাভ দেবে।
advertisement
8/8
হঠাৎ করে কোথাও থেকে অর্থ লাভ হতে পারে। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস শক্তিশালী হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ আছে। বিবাদমূলক মামলায় জয় আসবে। পুরনো রোগব্যাধি থেকে স্বস্তি মিলবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: সূর্যের পরপর তিনবার গোচর! ফেব্রুয়ারি মাসেই ভাগ্যের চাকা ঘুরে যাবে ৩ রাশির, সোনায় মুড়বে কপাল