Astrology: ৫ দিন পর সূর্যের গোচর! ডিসেম্বর থেকেই কপাল খুলবে ৫ রাশির, চাকরিতে প্রোমোশন পাকা, নতুন বছরেও চলবে টাকার বৃষ্টি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
December Rashifal: সূর্য ধনু রাশিতে নতুন বছর ২০২৬-এ ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে, এর শুভ প্রভাব ৫টি রাশির ওপর পড়বে। ডিসেম্বর তো ভাল কাটবেই পাশাপাশি ভাল কাটবে আগামী বছরও।
advertisement
1/12

২০২৫ সালের শেষ মাস চলছে৷ এই ডিসেম্বর মাসেই স্থান পরিবর্তন করবে একাধিক গ্রহ৷ আগামী ১৬ ডিসেম্বর ধনু রাশিতে গমন করতে চলেছে সূর্যদেব৷ সূর্যের গোচরের প্রভাবে বেশ কয়েকটি রাশির কপাল খুলবে৷
advertisement
2/12
৯ টি গ্রহের মধ্যে অন্যতম শক্তিশালী গ্রহ হল সূর্য৷ সূর্যের গমন উন্নতি, সম্মান, সামাজিক কাজকর্ম, দীর্ঘ দূরত্বের ভ্রমণ, শিক্ষা/দর্শন ইত্যাদি ক্ষেত্রে শক্তি বাড়াতে পারে।
advertisement
3/12
সূর্য ধনু রাশিতে নতুন বছর ২০২৬-এ ১৪ জানুয়ারি পর্যন্ত থাকবে, এর শুভ প্রভাব ৫টি রাশির ওপর পড়বে। ডিসেম্বর তো ভাল কাটবেই পাশাপাশি ভাল কাটবে আগামী বছরও। ধনুতে সূর্য গমনের শুভ প্রভাব কোন কোন রাশির ওপর পড়বে, জেনে নিন।
advertisement
4/12
মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গমন অত্যন্ত শুভ হতে চলেছে৷ সূর্যর ধনু রাশিতে স্থান পরিবর্তনের ফলে চমকে উঠবে মেষ রাশির ভাগ্য৷ ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ভাগ্যের নবম ঘরে গমন করা সূর্য আগের তুলনায় ভাল ফল দেবে৷ মন ভাল থাকবে৷
advertisement
5/12
কর্কট রাশি: কর্কট রাশির জাতিকাদের কুন্ডলির দ্বিতীয় ঘরের স্বামী এখন তাদের ষষ্ঠ ঘরে গমন করবে। ফলে সূর্যের গোচরে ভাল সময় আসবে৷ শত্রুর ষষ্ঠ ঘরে গমন করা সূর্য দারুণ ফল দেবে। গোপন শত্রু হার মানবে।
advertisement
6/12
আদালতের মামলায় রায় আপনার পক্ষে আসার ইঙ্গিত রয়েছে৷ সরকার থেকে পুরো সহায়তা পাবেন। জমি-জায়গা সংক্রান্ত ঝামেলা মিটে যাবে। অতিরিক্ত ব্যস্ততার কারণে টাকার টানাটানি হতে পারে।
advertisement
7/12
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি সূর্য৷ ফলে এই গ্রহের গমনে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসছে শুভ সময়৷ ডিসেম্বর মাস এবং আগামী ২০২৬ সালও খুব ভাল কাটবে৷ অবিবাহিতরা শুভ খবর পেতে পারেন৷
advertisement
8/12
অপেক্ষা শেষ হতে চলেছে, কারণ বিয়ের জন্য সঠিক সঙ্গী পেতে পারেন। সূর্যর ধনু রাশিতে গমনের সময়, কর্মস্থলে কিছু ঘটনা আপনাকে একটু অস্বস্তি দিতে পারে। তবে, আপনি সব বাধা পেরিয়ে শক্তিশালী যোদ্ধা হয়ে উঠবেন।
advertisement
9/12
তুলা রাশি: তুলা রাশির কুন্ডলিতে সূর্য একাদশ ঘরের স্বামী আর এখন আপনার তৃতীয় ঘরে গমন করে সাহস আর শক্তি বাড়াবে। অনেকদিনের আটকে থাকা কাজ শেষ হবে।
advertisement
10/12
ভেবেচিন্তে নেওয়া পরিকল্পনা কাজে দেবে। আপনার সাহস দিয়ে কঠিন পরিস্থিতিও সহজে সামলাতে পারবেন। আপনার সিদ্ধান্ত আর কাজের প্রশংসা হবে। আপনি ধর্মীয় কাজে সক্রিয়ভাবে অংশ নেবেন আর দান-ধর্মও করবেন।
advertisement
11/12
কুম্ভ রাশি: কুম্ভ রাশির কুন্ডলিতে সপ্তম ঘরের স্বামী সূর্য এখন একাদশ ঘরে গমন করবে। এটা ভালো ফল দেবে। আয়ের উৎস সব দিক থেকে শক্তিশালী হবে। অনেকদিন আগে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার আশা আছে।
advertisement
12/12
সরকারি প্রতিষ্ঠানে অনেকদিনের আটকে থাকা কাজ শেষ হবে। যদি কোনও সরকারি টেন্ডারের জন্য আবেদন করতে চান, তাহলে এই গ্রহ গমন আপনার জন্য ভাল হবে। সন্তানের প্রতি আপনার দায়িত্ব শেষ হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: ৫ দিন পর সূর্যের গোচর! ডিসেম্বর থেকেই কপাল খুলবে ৫ রাশির, চাকরিতে প্রোমোশন পাকা, নতুন বছরেও চলবে টাকার বৃষ্টি