Astrology: শুক্রের ৪ বার গোচর, ডিসেম্বরেই সোনায় মুড়বে ৫ রাশির কপাল! হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, '২৬ সাল আসার আগেই সৌভাগ্যের শিখরে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
December Rashifal: ডিসেম্বর মাসেই চারবার স্থান পরিবর্তন করতে চলেছে শুক্রদেব। ধন, সমৃদ্ধি, প্রেম, রোমান্স, বৈভব এবং বিলাসিতার কারক বলা হয় শুক্র গ্রহকে
advertisement
1/8

প্রায় শেষের পথে নভেম্বর মাস। ডিসেম্বর মাসে গোচর করতে চলেছে একাধিক গ্রহ। বিশেষ করে ২০২৫ সালের শেষ মাসেই একাধিকবার স্থান পরিবর্তন করতে চলেছে শুক্র গ্রহ।
advertisement
2/8
ডিসেম্বর মাসেই চারবার স্থান পরিবর্তন করতে চলেছে শুক্রদেব। ধন, সমৃদ্ধি, প্রেম, রোমান্স, বৈভব এবং বিলাসিতার কারক বলা হয় শুক্র গ্রহকে। ৯ ডিসেম্বর অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে জ‍্যোষ্ঠা নক্ষত্রে গোচর করবে শুক্র। তারপর ১৯ ডিসেম্বর দক্ষিণমার্গী হয়ে যাবে শুক্র গ্রহ।
advertisement
3/8
২০ ডিসেম্বর শুক্র গোচর করে বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে ধনু রাশিতে প্রবেশ করবে। ৩০ ডিসেম্বর শুক্রগ্রহ মূলা নক্ষত্র থেকে বেরিয়ে পুষ‍্যভদ্রা নক্ষত্রে গোচর করবে। এইভাবে ডিসেম্বর ২০২৫-এ ৪ বার গোচর করবে শুক্র গ্রহ।
advertisement
4/8
বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাস খুব ভাল কাটবে। ধন-সম্পত্তি হাতে পাবে এই রাশির জাতক জাতিকারা। ব্যক্তিগত জীবনে সুখ আসবে। মান-সম্মান বাড়বে। অর্থনৈতিক পরিকল্পনা সফল হবে। স্বাস্থ্য ভাল থাকবে। মানসিক শান্তি মিলবে।
advertisement
5/8
মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস খুব ভাল সময় হতে চলেছে। সৌভাগ্য এবং ধন-ঐশ্বর্য বাড়বে। সঙ্গে জীবনে প্রেম এবং রোমান্স বাড়বে। শিল্প, সঙ্গীতে আগ্রহ বাড়বে। আপনি সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবেন। ছোট বিনিয়োগ থেকে লাভ হবে। স্বাস্থ্য ভাল থাকবে।
advertisement
6/8
কন‍্যা রাশি: কন‍্যা রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর ২০২৫ সুখ-সমৃদ্ধি এবং প্রেম নিয়ে আসবে। বাড়িতে সম্পর্ক ভাল হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি হতে পারে। বিনিয়োগ থেকে লাভ হবে। মানসিক ভারসাম্য বজায় রাখলে লাভে থাকবেন।\
advertisement
7/8
তুলা রাশি: তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত শুভ। তুলা রাশির স্বামী হল শুক্র গ্রহ। এই রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি লাভ হবে। ভাগ‍্য সহায় থাকবে। ধনসম্পদ বাড়বে। লাভের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা।
advertisement
8/8
মীন রাশি: শুক্রের শুভ প্রভাবে মীন রাশির জাতক জাতিকাদের জন‍্য ভাল কাটবে ডিসেম্বর মাস। অর্থনৈতিক অবস্থা ভাল থাকবে। বন্ধু এবং আত্মীয়রা সব অবস্থায় সহযোগিতা করবে। বিনিয়োগ থেকে লাভ হবে। সামাজিক মান-সম্মান এবং প্রতিপত্তি বাড়বে। স্বাস্থ্য সাধারণ থাকবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: শুক্রের ৪ বার গোচর, ডিসেম্বরেই সোনায় মুড়বে ৫ রাশির কপাল! হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, '২৬ সাল আসার আগেই সৌভাগ্যের শিখরে