Astrology: ছট পুজোয় বিরল যোগ! আজ থেকেই সূর্যের কৃপায় কপাল খুলবে ৩ রাশির, শুরু হবে বাম্পার লাভ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Chhath Puja Rashfal: দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা পেরিয়ে অক্টোবরের শেষেই ছট পুজা। এই বছর ছট পুজোয় তৈরি হচ্ছে বিশেষ যোগ।
advertisement
1/9

অক্টোবর মাস উত্‍সবের মাস। এই মাস জ‍্যোতিষশাস্ত্রের দিক থেকে অ‍ত‍্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা পেরিয়ে অক্টোবরের শেষেই ছট পুজা। এই বছর ছট পুজোয় তৈরি হচ্ছে বিশেষ যোগ।
advertisement
2/9
বৈদিক পঞ্চাঙ্গ অনুযায়ী, আজ শনিবার ২৫ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে ছট পুজো। এই দিন ভদ্রাবাস যোগও তৈরি হচ্ছে। যা দুপুর ০২:৩৪ থেকে পুরো রাত পর্যন্ত থাকবে। ২৭ অক্টোবর-এ অতিগণ্ড যোগ এবং সুকর্মা যোগ হবে। সুকর্মা যোগ পূর্ণ রাত্রি পর্যন্ত থাকবে।
advertisement
3/9
এইসমস্ত যোগের প্রভাব ১২ টি রাশির উপর পড়লেও বিশেষ ভাবে লাভবান হবে তিনটি রাশির জাতক জাতিকারা। কপাল খুলে যাবে এই ৩ রাশির জাত জাতিকাদের। সূর্যদেব এবং ছট মাইয়ার কৃপায় কাদের ভাগ‍্য ফিরবে জেনে নিন।
advertisement
4/9
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি সূর্যদেব। এই রাশির উপর সূর্যদেবের বিশেষ কৃপা থাকে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন‍্য ছট পুজোর সময়কাল তাই বিশেষ শুভ হতে চলেছে।
advertisement
5/9
সূর্য দেব এবং ছট মাইয়ার কৃপায় সারা বছর ধরে সাফল্যের শিখরে থাকবে এই রাশির জাতক জাতিকারা। ব‍্যবসায় লাভ এবং কেরিয়ারে পদোন্নতির সুযোগ। মান-সম্মান বৃদ্ধির পথ খুলবে।
advertisement
6/9
মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের জন‍্যেও ছট মাইয়ার বিশেষ কৃপা সারা বছর ধরে থাকবে। সূর্যদেবের কৃপায় জাতকদের জীবনে বড় পরিবর্তন হতে চলেছে।
advertisement
7/9
জাতকদের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে এবং কেরিয়ারে উন্নতির পথ খুলবে। অর্থনৈতিক অবস্থা আগের থেকে শক্তিশালী হবে। ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে।
advertisement
8/9
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকাদের কপালও খুলবে ছট মহাপর্ব থেকেই। ছট মাইয়া এবং সূর্য দেবের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা উচ্চ স্থান অর্জন করবেন। অর্থের সমস্যা দূর হবে এবং চাকরিতে উন্নতি অর্জন করবে।
advertisement
9/9
স্বাস্থ্য ভাল হবে। পরিবারে প্রধান সদস্যের সম্মান বৃদ্ধি হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrology: ছট পুজোয় বিরল যোগ! আজ থেকেই সূর্যের কৃপায় কপাল খুলবে ৩ রাশির, শুরু হবে বাম্পার লাভ