Shani Rahu Yuti Pishach Yog: শনি রাহুর পিশাচ য়ুতি, ভয়ঙ্কর সংযোগে অক্টোবর পর্যন্ত পদে পদে বাধা পাবেন জাতক-জাতিকারা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani Rahu Yuti Pishach Yog: মানসিক, অর্থনৈতিক, সামাজিক সর্বস্তরে বিপর্যয় বাঁধা ধরা
advertisement
1/27

জ্যোতিষ শাস্ত্রমতে শনি হলেন ন্যায় বা কর্মফলের দেবতা ৷ শনির গতি অত্যন্ত ধীর ৷ অন্যদিকে রহুকে মায়াবী বা পাপী গ্রহও বলা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/27
জন্ম কুষ্ঠিতে রাহু ও শনির অবস্থান অশুভ হলে জীবন নরকে পরিণত হতে পারে ৷ এরফলে প্রতিটি ক্ষেত্রেই অনেক সমস্যায় ফেলতে পারে জীবনকে ৷
advertisement
3/27
শনি ও রাহুর মিলন কুষ্ঠিতে কী কী সমস্যা ফেলতে পারে এবার দেখে নেওয়া যাক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/27
শনি ও রাহুর মিলনের ফলে ১৭ অক্টোবর পর্যন্ত ওঠাপড়া জীবনে লেগে থাকতে পারে ৷ শতভিষা নক্ষত্রের প্রথম ধাপে শনির অবস্থান ফলে সাবধান থাকতে হবে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/27
জ্যোতিষ শাস্ত্রমতে শনি কর্মফল দাতা, ন্যায়ের দেবতাও বটে ৷ কুম্ভ অতিক্রম করে শনি বর্তমানে শতভিষা নক্ষত্রে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/27
এই নক্ষত্রের স্বামী রাহু হলেও কুম্ভর অন্তর্গত ৷ শনি হলেন কুম্ভর অধিপতি ৷ শতভিষা নক্ষত্রের প্রথম পর্যায়ে শনি প্রবেশ করেছেন থাকবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/27
শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সমস্যা সৃষ্টি করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/27
স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক রকমের চড়াই উতরাইয়ের মুখোমুখি হতে হবে ৷ আর্থিক অবস্থা খারাপ হতে পারে ৷ আর্থিক পরিস্থিতি ভঙে পড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/27
কোনও রকমের বিনিয়োগ এই সময়ে খারাপ খবর নিয়ে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/27
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির শতভিষা নক্ষত্রে প্রবেশ অত্যন্ত খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/27
নইলে ক্ষতির সম্মুখীন হতে হবে ৷ বাড়ি, গাড়ি বা জমি কেনার পরিকল্পনা থাকলে আপাতত না করাই ভাল ৷ প্রবল ঋণের চাপের মুখোমুখি হতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/27
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য পৈতৃক সম্পত্তি পেতে পারেন ৷ মায়ের স্বাস্থ্যের বেশ খানিকটা অবনতি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/27
বাজে খরচ বাড়তে পারে ৷ এখনই রাশ টানা জরুরি ৷ সম্পর্কের চড়াই উতরাই জীবনকে ছেঁকে ধরতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/27
এই সময়ে মান সম্মান নিয়ে হতে পারে টানাটানি ৷ ঘুরতে গেলে সতর্ক থাকুন, নইলে দুর্ঘটনা ঘটতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/27
সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে ৷ ভিতর থেকে কোনও ভাবেই অহঙ্কার যেন না আসে ৷ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দিতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/27
মীন রাশির জাতক-জাতিকাদের বর্তমানে সাড়ে সাতি চলছে ৷ ফলত শতভিষা নক্ষত্রে শনির প্রবেশ বড়সড় সমস্যা সৃষ্টি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/27
ধীরে চলুন ১৭ অক্টোবর পর্যন্ত ৷ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় জেরবার থাকবেন ৷ বাড়তি খরচের প্রবণতা আর্থিক সমস্যাকে ঘিরে ধরতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
18/27
বুঝে শুনে খরচ করুন, খরচ বাড়লে সামলানো মুশকিল হতে পারে ৷ মূল্যবান জিনিসপত্র সম্পর্কে সচেতন থাকুন সেগুলি চুরি নানান সমস্যা সৃষ্টি করতে পারে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
19/27
দুর্ঘটনার সম্ভাবনা আছে জীবনে সেই নিয়ে সতর্ক থাকতে হবে এখন থেকেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
20/27
জ্যোতিষ মতে রাহুকে পাপী গ্রহ বলে চিহ্নিত করা হয় ৷ রাহু মানুষকে বিভ্রান্ত করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
21/27
রাহুর মহাদশা ১৮ বছর পর্যন্ত জীবনকে জেরবার করে তোলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
22/27
শনি ও রাহু য়ুতি অনেক ধরনের সংযোগ তৈরি করতে পারে ৷ ধূর্তযোগ যদি তৈরি হয় সেটি অত্যন্ত অশুভ যোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
23/27
গোপন কথা গোপন রাখার প্রবৃত্তি তৈরি করে ৷ অসৎ উপায়ে অর্থ উপার্জনের বিষয়ে বিশেষ ভাবে উৎসাহ দেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
24/27
শনি ও রাহুর মিলনে তৈরি হতে পারে পিশাচ যোগ ৷ অত্যন্ত অশুভ সংযোগ যা জীবনকে নাজেহাল করে তোলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
25/27
নেতিবাচক প্রভাব জীবনকে ঘিরে ধরে ৷ ক্ষমা অযোগ্য কাজ করে জীবনে চরম শাস্তি পায় জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
26/27
রোগভোগে জীবনকে শেষ করে দেয় রাহু ৷ কুষ্ঠিতে রাহুর দোষ থাকলে তার প্রতিকার আবশ্যিক ৷
advertisement
27/27
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Rahu Yuti Pishach Yog: শনি রাহুর পিশাচ য়ুতি, ভয়ঙ্কর সংযোগে অক্টোবর পর্যন্ত পদে পদে বাধা পাবেন জাতক-জাতিকারা