Shani Nakshatra Transit 2023: নতুন বছরে তিনবার নক্ষত্র বদল শনির! রাহু ও মঙ্গলের রাশিতে বিরাট খেলা দেখাবে গ্রহরাজ, এই ভুল পথে বসাবে
- Published by:Arjun Neogi
Last Updated:
Shani Nakshatra Transit 2023: ২০২২-এ মাত্র একবার নক্ষত্র পরিবর্তন করেছে শনি, ২০২৩-এ সেটি তিনবার অর্থাৎ খেলা হবে তিনগুণ
advertisement
1/10

জ্যোতিষ শাস্ত্রমতে শনিদেবের দেবের নক্ষত্র পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলেই মনে করা হয় ৷ শনির রাশি পরিবর্তন বিশেষ ভাবে প্রভাব ফেলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
মেষ, মিথুন-সহ সমস্ত রাশিতে প্রভাব ফেলে ৷ সারা পৃথিবীতেই এর প্রভাব পড়ে ব্যতিক্রম হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
জ্যোতিষ শাস্ত্রমতে ২০২২-এ শনি মকর রাশিতে গোচর করে ৷ ধনিষ্ঠা নক্ষত্রে এই মুহূর্তে রয়েছেন গ্রহরাজ শনিদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
শনির গোচর ২০২৩ নতুন বছরে তিনবার নক্ষত্র পরিবর্তন করবে শনি ২০২৩ সালে রাশির পরিবর্তন হবে অর্থাৎ ১৭ জানুয়ারি ২০২৩-এ কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
আগামী ১৫ মার্চ ২০২৩ শনি প্রথম নক্ষত্র পরিবর্তন করবে ৷ শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে শনি ৷ শতভিষা নক্ষত্রের স্বামী রাহু ৷ জীবনের আকস্মিক ঘটনা ঘটে থাকে রাহুর হাত ধরে ৷ রাহুব অত্যন্ত মায়াবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
শনি রাহু নক্ষত্রে গোচর করবে ৷ এরফলে বৃষ, কর্কট, তুলা ও মকর রাশিতে বেশি পরিমাণে প্রভাব ফেলবে ৷ স্বাস্থ্যের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত নানান বিষয়ে সতর্ক হতে হবে এবারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
১৫ অক্টোবর ২০২৩-এ শনির দ্বিতীয় নক্ষত্র পরিবর্তন হবে ৷ পঞ্জিকা অনুযায়ী ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে নক্ষত্রের মধ্যে এই নক্ষত্র হল ২৩তম ৷ বৃশ্চিক, মেষ ও সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
স্ত্রীর সঙ্গে মতভেদ বা বিবাদে যাবেন না একদমই ৷ টাকা পয়সা ও পরিবারের লোকেদের স্বাস্থ্যের বিষয়গুলি বিচক্ষণতার সঙ্গে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
২৪ নভেম্বর ২০২৩, শনির তৃতীয় নক্ষত্র পরিবর্তন হবে ৷ ধনিষ্ঠা নক্ষত্রেই শনির আগামী বছরে যাত্রা শেষ হবে ৷ রাহুর সঙ্গে শনির ভাল সম্পর্ক বা বন্ধুত্ব আছে ৷ তাই মকর, কুম্ভ, বৃষ ও তুলা রাশির জাতক-জাতিকারা পেতে পারেন পরিশ্রমের ফল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি দিয়ে তবেই প্রয়োগ করুন জীবনে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Nakshatra Transit 2023: নতুন বছরে তিনবার নক্ষত্র বদল শনির! রাহু ও মঙ্গলের রাশিতে বিরাট খেলা দেখাবে গ্রহরাজ, এই ভুল পথে বসাবে