Shani Margi 2023: আর বেশি দেরি নেই, শনিদেব হবেন মার্গী, ৪ রাশি হবে মালামাল! সোনা-টাকা-গাড়ির সঙ্গে উপচে পড়বে সুখ
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আগামী ২৯ অক্টোবর তিনি মার্গী হতে চলেছেন। এর ফলে মিথুন, সিংহ, তুলা এবং মকর রাশির উপর ভাল প্রভাব পড়বে।
advertisement
1/6

দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে করা হয় শনি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। যখনই এই গ্রহ বক্রী বা মার্গী অবস্থানে থাকে, তখনই রাশিচক্রের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এবার শনির মার্গী অবস্থানের ফলে চারটি রাশির জীবনে সৌভাগ্য আসতে চলেছে।
advertisement
2/6
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের মতে, শনি ন্যায়প্রিয় গ্রহ। মানুষের কৃত কর্মের উপর ভিত্তি করে ফলাফল দেয়। এই সময় শনি তাঁর নিজের রাশি কুম্ভে অবস্থান করছে। আগামী ২৯ অক্টোবর তিনি মার্গী হতে চলেছেন। এর ফলে মিথুন, সিংহ, তুলা এবং মকর রাশির উপর ভাল প্রভাব পড়বে।
advertisement
3/6
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা ব্যবসায় আর্থিক লাভ পেতে পারেন। যদি বিনিয়োগ করতে চান তাহলে তা লাভজনক হবে। এটি বিনিয়োগের জন্য ভাল সময়। আবার পুরনো বিনিয়োগ থেকেও লাভ পাওয়া সম্ভব হবে। পরিবারে সুখ ও সমৃদ্ধি আসবে। স্বাস্থ্যও ভাল থাকবে। এমনকী দুরারোগ্য ব্যাধি থাকলে তাও উপশম হবে।
advertisement
4/6
সিংহ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় শুরু হচ্ছে। অংশীদারিত্বে ব্যবসায় লাভ হতে পারে। পরিবার এবং দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। আয়ের বাড়তি উৎস পাওয়া যাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি। আবার যাঁরা কর্মসংস্থান চাইছেন তাঁরাও সফল হবেন।
advertisement
5/6
তুলা রাশি: শনির মার্গী অবস্থানের কারণে এই রাশির জাতক-জাতিকার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারবেন। সাফল্য আসবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়া যাবে। ২৯ অক্টোবরের পর আদালতের কাজে সাফল্য আসবে। কর্মজীবন ও ব্যবসায়ও অগ্রগতি হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। সামাজিক সম্মান বাড়বে।
advertisement
6/6
মকর রাশি: এই রাশির সাড়ে সাতী চলছে। শনি মার্গী হওয়ার ফলে সাড়ে সাতীর প্রভাব কম হবে। ২৯ অক্টোবর থেকে সময় পরিবর্তন হতে চলেছে। ব্যয়িত অর্থ ভাল কাজে লাগবে। তবে আয় ব্যয়ের চেয়ে বেশি হবে। অর্থ বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি চাকরিতে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসার ভ্রমণ করতে হতে পারে, তা ফলপ্রসূ হবে। (Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ 18 বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷)
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani Margi 2023: আর বেশি দেরি নেই, শনিদেব হবেন মার্গী, ৪ রাশি হবে মালামাল! সোনা-টাকা-গাড়ির সঙ্গে উপচে পড়বে সুখ