Shani In Kumbh: সূর্যপুত্র শনি কুম্ভতে লিখছেন ৩ রাশির ভাগ্য! ছুঁলেই সোনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়বে টাকা, দেশ-বিদেশ কাঁপাবেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shani In Kumbh: শশ মহাপুরুষ রাজযোগ ও মালব্য রাজযোগে শনি নির্মাণ করবেন তিন রাশির ভাগ্য
advertisement
1/16

প্রতিটি মানুষের কর্ম অনুযায়ী ফলপ্রদান করেন কর্মফলের দেবতা তথা ন্যায়ের দেবতা সূর্যপুত্র শনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
সূর্যপুত্র শনি যাতে রেগে যান এমন কাজ কেউই করেন না ৷ ভগবান শিবের থেকে শনি ন্যায় করলে পুরস্কার ও অন্যায়ে দণ্ড এই বর পেয়েছিলেন শনিদেব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
গত ১৭ জানুয়ারি শনি কুম্ভতে প্রবেশ করেছেন ৷ বর্তমানে তিনি কুম্ভতেই আছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
তবে এবার শনির দৃষ্টি পড়তে চলেছে বৃশ্চিকে, বৃশ্চিকের সপ্তম ঘরে শুক্রর দৃষ্টিও আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
এর কারণেই শশ মহাপুরুষ রাজযোগ ও মালব্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
আজ অর্থাৎ সোমবার থেকে শনির দশমী দৃষ্টির শুভ ফল পেতে চলেছেন ৩ রাশির জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
এবার দেখে নেওয়া যাক সেই সুখী তিন রাশিকে ৷ যাঁদের জীবন হতে চলেছে সুখের স্বর্গ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
কুম্ভ রাশিতে দশমী দৃষ্টিতে শনিদেব ৷ সেই কারণেই এই রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
কুম্ভ রাশিতে শনিদেব শশ মহাপুরুষ রাজযোগ ও শুক্রের গোচরের ফলে মালব্য রাজযোগ তৈরিম হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
ব্যবসা বাণিজ্যে জোরদার সাফল্য আসতে চলেছে ৷ যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের জন্য ভাল খবর এবার তাঁরা চাকরি পেতে চলেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
যাঁরা চাকরি করছেন তাঁদের প্রমোশন ও ইনক্রিমেন্ট হতে পারে ভাল করেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির দশমী দৃষ্টি মবিরাট ফায়দা পাবেন জাতক-জাতিকারা ৷ বাড়বে আত্মবিশ্বাস ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
ব্যবসায় আর্থিক লাভ পাবেন ৷ শিল্পকলার সঙ্গে সংযুক্ত মানুষেরা এই সময় অত্যন্ত ভাল হতে চলেছে জাতক-জাতিকাদের জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
বৃষ রাশির কর্মের ঘরে শনির গোচর, দৃষ্টি পড়েছে সপ্তমে ৷ দশমী দৃষ্টির শুভ ফল পেতে চলেছেন ৷ বিবাহিত জীবন সুখের হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
অংশীদারিত্ব কারবারে সুবিধা পাবেন, কেরিয়ারে আসবে ব্যাপক উন্নতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/16
: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Shani In Kumbh: সূর্যপুত্র শনি কুম্ভতে লিখছেন ৩ রাশির ভাগ্য! ছুঁলেই সোনা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়বে টাকা, দেশ-বিদেশ কাঁপাবেন