TRENDING:

October Zodiac: আপনার জন্মমাস কি অক্টোবর? পুজোর মাসে জন্ম হলে কী হয়? জানুন জ্যোতিষীর মত

Last Updated:
Astrology: আপনার জন্মের মাস কি অক্টোবর? এই মাসে জন্মগ্রহণ করা জাতক-জাতিকারা যে কোনও খারাপ পরিস্থিতি আসুক না কেন হাল ছাড়ে না...
advertisement
1/7
আপনার জন্মমাস কি অক্টোবর? পুজোর মাসে জন্ম হলে কী হয়? জানুন জ্যোতিষীর মত
*আপনার কি জন্মের মাস অক্টোবর? অক্টোবরের জন্মগ্রহণ ব্যক্তিদের মধ্যে কী কী গুণ রয়েছে? কেমন হন অক্টোবর মাসে জন্মগ্রহণ করা জাতক-জাতিকারা? সংগৃহীত ছবি।
advertisement
2/7
*জ্যোতিষশাস্ত্র মতে, কোনও ব্যক্তির জন্মের মাস দেখে তাঁর বৈশিষ্ট্য এবং আচরণ নির্ধারণ করা হয়। জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান, অক্টোবরে জন্মগ্রহণ ব্যক্তিরা অত্যন্ত আশাবাদী হয়। কোনও খারাপ পরিস্থিতি এলে হাল ছাড়ে না। সংগৃহীত ছবি।
advertisement
3/7
*এ মাসে জন্মগ্রহণ করা জাতক-জাতিকারা তাদের লক্ষ্য পূরণ করতে করতে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। সংগৃহীত ছবি।
advertisement
4/7
*রামকৃষ্ণ সাহা আরও জানান, এই মাসে জন্মগ্রহণ করলে তাঁরা ইতিবাচক এবং নেতিবাচক উভয়গুণে পরিপূর্ণ হন। তবে এরা অতিরিক্ত ব্যয় করতে পছন্দ করে। ফলে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হন। সংগৃহীত ছবি।
advertisement
5/7
*এ মাসে জন্মগ্রহণ করা জাতক-জাতিকারা রোমান্টিক প্রকৃতির হন। এরা সঙ্গীকে ভীষণ ভালোবাসে। যে কোনও চ্যালেঞ্জ নিতে এরা ভালবাসে।অক্টোবর মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বেশি থাকে। সংগৃহীত ছবি।
advertisement
6/7
*এঁরা ভীষণ সংবেদনশীল। কখন, কোনও ছোট বিষয়েও মনক্ষুন্ন হন। এঁদের কোন জিনিসটি অপছন্দ বাইরের কারোর বুঝে ওঠা দায়। সংগৃহীত ছবি।
advertisement
7/7
*সময়ে সময়ে এঁরা ভীষণ রেগে যান। ফলে অনেকেই এঁদের স্বভাবে বিরক্ত হন। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
October Zodiac: আপনার জন্মমাস কি অক্টোবর? পুজোর মাসে জন্ম হলে কী হয়? জানুন জ্যোতিষীর মত
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল