TRENDING:

Astrological Tips: পাত্রী লম্বা ও বেঁটে বর! জ্যোতিষ শাস্ত্রে এর কী বিধান রয়েছে

Last Updated:
Astro Tips: যুগের পর যুগ ধরে কেন চলে আসছে এই নিয়ম!
advertisement
1/6
পাত্রী লম্বা ও বেঁটে বর! জ্যোতিষ শাস্ত্রে এর কী বিধান রয়েছে
বেঁটে বর আর লম্বা কনে- এরকম কী নিজের চোখে খুব বেশি দেখেছেন, চেনা-পরিচিতদের মধ্যে দেখা তো প্রায় যায়ই না, এমনকি সেলিব্রিটিদের মধ্যেও হাতে গোনা এমন জুটি দেখা যায়৷ কিন্তু কেন এমন হয়? বরের তুলনায় কনে যদি লম্বা হয়, তাহলে, প্রচলিত ধারণা অনুযায়ি সেই কনের সঙ্গে বিবাহ হওয়া নিষিদ্ধ। বেশিরভাগ পরিবারেই এই কথাকে গুরুত্ব দেওয়া হয়৷ বিয়ের সময় বাড়ির গুরুজনেরাও বিষয়টিকে গুরুত্ব দেন। দেখে নেন কনে পাত্রের চেয়ে লম্বা নয়তো! এমনকি কুণ্ডলি দেখে মিলিয়ে অনেক কিছু মিললেও পাত্রী দেখে যদি দেখা যায় সে লম্বা তাহলে সেই বিয়েই বাতিল হয়ে যায়৷ Photo- Representative 
advertisement
2/6
পরম্পরায় চলতে চলতে এমন অবস্থা দাঁড়িয়েছে যে এটা কার্যত বৈবাহিক ক্ষেত্রে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শারীরিক গঠনের পুরুষদের শরীর লম্বা ও মহিলারা তাঁদের তুলনায় বেঁটে হলে মিলনের ক্ষেত্রে সুবিধা হয় এটাও মনে করেন অনেকেই৷ তাই যুগ যুগ ধরে দেশ -কালের সীমা পেরিয়ে সাধারণত এটাই মানা হয়৷ Photo- Representative 
advertisement
3/6
বর বা কনেকে নিয়ে ছাদনাতলাতেও বর বড় না কনে বড় এই নিয়ম নিয়ে পাত্রপক্ষ , কন্যাপক্ষের মধ্যে জোর লড়ালড়ি চলে। কিন্তু কেন এমন নিয়ম। কেনই বা বরকে কনের চেয়ে লম্বা হতেই হবে। Photo- Representative 
advertisement
4/6
দেখার ক্ষেত্রে দীর্ঘদিন দেখতে দেখতে বর , কনের থেকে বড় এই বিষয়টিই চোখের দেখায় অভ্যাস হয়ে গেছে৷ Photo- Representative 
advertisement
5/6
কারণ জ্যোতিষ শাস্ত্র নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের মতে এই গ্রহ ও তারকায় কোনও প্রভাব পড়ে না, কিন্তু এটা যুগ যুগ প্রথা মেনে হয়েই আসছে৷ Photo- Representative 
advertisement
6/6
আসলে সমাজতত্ববিদদের মতে দীর্ঘদিনের পুরুষতান্ত্রিক সমাজের প্রতীক এই লম্বা বর ও তার থেকে খর্ব বউ৷ এটা হলে পুরুষরা বড় এটাই কোথাও বোঝানোর থাকে৷ Photo- Representative 
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrological Tips: পাত্রী লম্বা ও বেঁটে বর! জ্যোতিষ শাস্ত্রে এর কী বিধান রয়েছে
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল