Astrological Tips : জ্যোতিষ মতে সূর্যাস্তের পর এই জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না, তাহলে জীবনে ভয়ঙ্কর বিপদ নিশ্চিত
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Astrological Tips : জ্যোতিষশাস্ত্র মতে, সেই জিনিসগুলি সূর্যাস্তের পর কাউকে ধারে দিলে সংসারের পক্ষে তা অশুভ
advertisement
1/7

মানুষ সমাজবদ্ধ জীব। পড়শিকে সাহায্য না করলে একসঙ্গে বসবাস করা কঠিন হয়ে পড়ে। কিন্তু কিছু জিনিস সূর্যাস্তের পর কখনওই ধার দেওয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র মতে, সেই জিনিসগুলি সূর্যাস্তের পর কাউকে ধারে দিলে সংসারের পক্ষে তা অশুভ।
advertisement
2/7
সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেওয়া জ্যোতিষশাস্ত্রে নিয়মবিরুদ্ধ। কারণ মনে করা হয় অর্থ বা টাকাপয়সা দেবী লক্ষ্মীর প্রতীক। তাই মনে করা হয় সূর্যাস্তের পর টাকা ধার দিলে ঘর থেকে চঞ্চলা লক্ষ্মীকে বিদায় করে দেওয়া হয়।
advertisement
3/7
দুধকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুধের সঙ্গেও জড়িয়ে আছে লক্ষ্মী ও বিষ্ণুর প্রতীক। তাই সূর্যাস্তের পর দুধ কাউকে দান করলেও তা অশুভ বলে ধরা হয়।
advertisement
4/7
টক দইকে কারওর মনে আনন্দ ও খুশির সঙ্গে সম্পর্কিত বলে ধরা হয়। সূর্যাস্তের পর টক দই কাউকে দান করা হলে নিজের জীবন থেকে আনন্দ ও খুশি বিসর্জন দেওয়া বলে মত জ্যোতিষশাস্ত্রে।
advertisement
5/7
জীবনে সম্পদ ও সম্পত্তি কমে যায় যদি কাউকে সূর্যাস্তের পর হরিদ্রা বা হলুদ দান করা হয়। তাই সূর্য ডুবে গেলে কাউকে হলুদ দান না করাই ভাল।
advertisement
6/7
জ্যোতিষে কেতুর সঙ্গে সম্পর্কিত হল রসুন এবং পেঁয়াজ। তাই সূর্যাস্তের পর এই দুটি উপকরণ কাউকে দান করার অর্থ হল জীবনে বিপদ ডেকে আনা।
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Astrological Tips : জ্যোতিষ মতে সূর্যাস্তের পর এই জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না, তাহলে জীবনে ভয়ঙ্কর বিপদ নিশ্চিত