TRENDING:

Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা

Last Updated:
Astrological Tips: গ্রহ নক্ষত্রের এই বড় বদলের জন্য কিছু রাশিদের গোচর কুণ্ডলীতে দ্বিগুণ মহাপুরুষ যোগের নির্মাণ হচ্ছে।
advertisement
1/5
শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা
#কলকাতা:  প্রাচীন ভারতীয় বৈদিক জ্যোতিষ মতে যখনই কোনও গ্রহ এক রাশি থেকে অন্য রাশিতে গোচর করে বা সোজা কথায় গ্রহের চলন হয় তখন  তার প্রভাব মানুষের জীবনের ওপর পরে। কখনও সেটা একেবারে প্রত্যক্ষ প্রভাব হয়, কখনও আবার সামাণ্য পরোক্ষভাবে তা রাশির জাতক-জাতিকাদের প্রভাবিত করে থাকে৷ এই বছরের ১৮ জুন শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করেছে, সেখানে আগে থেকেই বুধ গ্রহ ছিল। জ্যোতিষ শাস্ত্র মতে, বুধ  ও শুক্র গ্রহ মিত্র। এদিকে শনির চলন যেহেতু সবচেয়ে ধীর অর্থাৎ সাড়ে সাত বছরের তাই ৩০ বছর পর শনি গ্রহ নিজের মূল ত্রিকোণ রাশিতে ফিরেছে। গ্রহ নক্ষত্রের এই বড় বদলের জন্য কিছু রাশিদের গোচর কুণ্ডলীতে দ্বিগুণ মহাপুরুষ যোগের নির্মাণ হচ্ছে।
advertisement
2/5
এই ঘটনা ঘটার জন্য সর্বপ্রথম যে রাশি লাভবান হবে তা হল বৃষ রাশি৷  এর ফলে জাতক জাতিকাদের গোচর কুণ্ডলীতে দ্বিগুণ মহাপুরুষ যোগ হচ্ছে।  রাশির লগ্ন ভাবে মালব্য রাজযোগ তৈরি হচ্ছে। এই পুরো বিষয়টির জন্য কর্মক্ষেত্রে বড় লাভের মুখে জাতক-জাতিকারা৷  এই সময় গ্রহের সুপ্রভাবকে আর বড় ভাবে কার্যকারী করতে বৃষ রাশির জাতক -জাতিকারা  পান্না ও নীলা ধারণ করতে পারেন৷  এই যোগের ফলে কেরিয়ারে উন্নতির সম্ভবনা উজ্জ্বল৷ কর্মক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্তি হতে পারে। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। ফলে বেতন বৃদ্ধির সমূহ সম্ভবনা রয়েছে৷
advertisement
3/5
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্যেও সুখবর-সুখবর-সুখবর৷ এঁরাও রাশিতে তৈরি হওয়া রাজযোগের সুফল পাবেন। পার্টনারশিপের কাজেও বিশেষ লাভ হবে। দাম্পত্য জীবন সুখে পরিমাণ বাড়বে। রতি সুখের চরমে পৌঁছবে স্বামী-স্ত্রী-র জীবন৷ যে মহিলারা গর্ভবতী রয়েছেন তাঁরা পুত্র সন্তানের জন্ম দিয়ে শ্বশুরবাড়ির কুলরক্ষায় বড় ভূমিকা নেবেন। এঁর পাশাপাশি কর্মক্ষেত্রে একইসঙ্গে পদোন্নতি ও বেতন বৃদ্ধিতে সাহায্য করবে। শনি গ্রহের প্রভাবে জীবনে সুখ শান্তি ভরে উঠবে।
advertisement
4/5
বৃশ্চিক রাশিতে একাধিক প্রভাব পড়বে৷ একে তো এই রাশিতেও রাজযোগ তৈরি হয়েছে।  পাশাপাশি শশ রাজ যোগে, এই রাশির জাতক-জাতিকারা  নতুন কাজের অফার পেতে পারেন। এই সময়ে গ্রহের প্রভাবকে নিজের রাশিতে আরও কার্যকারী করতে সোনাতে মুড়ে পোখরাজ ধারণ করতে পারেন৷ যদি রাশির জাতক-জাতিকার ব্যবসা থাকে তাহলে সেখানে আর্থিক লাভের সমূহ সম্ভবনা থাকবে।  সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভ পাবেন৷
advertisement
5/5
কুম্ভ রাশির জাতক-জাতিকার  গোচর কুণ্ডলীতে দু'‌টি মহাপুরুষ রাজযোগ তৈরি হতে চলেছে। শশ ও মালব্য রাজযোগ। যা বেশ বিরল যোগ৷ এই গ্রহ-নক্ষত্র যোগের কারণে বিষয় সম্পত্তিতে ব্যাপক লাভ হতে চলেছে৷ পুরনো সম্পত্তি যেমন হস্তগত হতে পারে, ঠিক তেমনিই নিজের নতুন স্থাবর-অস্থাবর সম্পত্তি হতে পারে৷ জাতক-জাতিকার একই সঙ্গে গাড়ি ও  বাড়ির যোগ রয়েছে৷ একটি নীলকান্তমণি বা নীলা ধারণ করলে তা লাভদায়ক প্রমাণিত হতে পারে। এই সময়ে আয়ের উৎসও বৃদ্ধি হবে৷
বাংলা খবর/ছবি/জ্যোতিষকাহন/
Raj Yog: শনিদেবের চলনে নিজের ত্রিকোণ রাশিতে, রাজযোগে মালামাল হবে চার রাশির জাতক-জাতিকারা
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল